ভারতবিবেকম্ নাট্যাংশ হতে ছোটো প্রশ্ন ও উত্তর Higher Secondary উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের ভারতবিবেকম্ নাট্যাংশ হতে অতি গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও উত্তর দেওয়া হল ।
ভারতবিবেকম্ নাট্যাংশ হতে ছোটো প্রশ্ন ও উত্তর
1. ‘ভারতবিবেকম্’ নাটকটির রচয়িতা কে?
উত্তরঃ- ‘ভারতবিবেকম্’ নাটকটির রচয়িতা হলেন- শ্রী যতীন্দ্রবিমল চৌধুরী।
2. ‘ভারতবিবেকম্’- এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো?
উত্তরঃ- ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় হল 1881 খ্রিস্টাব্দের কোনো একদিনের রাত্রি সপ্তম ঘটিকা।
3. ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ কার উদ্দেশ্যে বলা হয়েছে?
উত্তরঃ- শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে ‘সর্বনরশ্রেষ্ঠঃ’ বিশেষণটি প্রয়োগ করেছেন।
4. নরেন্দ্র কোথায় যেতেন ?
উত্তরঃ- নরেন্দ্র ব্রাহ্মমন্দিরে যেতেন।
5. “অপূর্বঃ তব কণ্ঠস্বরঃ।”- কার উদ্দেশ্যে কে বলেছেন ?
উত্তরঃ- “অপূর্বঃ তব কণ্ঠস্বরঃ” এই বাক্যটি নরেন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ।
6. মঞ্চে কে কে উপস্থিত আছেন ?
উত্তরঃ- মঞ্চে শ্রীরামকৃষ্ণদেব, নরেন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ মিত্র এবং ভক্তরা উপস্থিত আছেন ।
7.নরেন্দ্রনাথের বংশ পরিচয় কি ?
উত্তরঃ- কলকাতার সিমুলিয়া অঞ্চলের দত্তবংশে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন ।
8. “কথময়ংগুরুদেবো তস্মৈ ভৃশম্ উৎকণ্ঠ্যতে।” – কে বলেছিলেন ?
উত্তরঃ- আলোচ্য উক্তিটি সুরেন্দ্রনাথ মিত্র বলেছিলেন ।
9. “সর্বনরশ্রেষ্ঠ এবাসাবিতি কথং মহ্যং প্রতিভাতি।”- কে বলেছিলেন ?
উত্তরঃ- প্রশ্নোদ্ধৃত কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ।
10. নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ?
উত্তরঃ- কলকাতার সিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নরেন্দ্রনাথ প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন ।
11. নরেন্দ্রনাথের চোখ দুটি কেমন ছিল ?
উত্তরঃ- নরেন্দ্রনাথের চোখ দুটি ছিল- “আকর্ণ বিস্ফারিত” ।
12. “আনন্দবিহ্বলঃ কিমহং করিষ্যামি” ।- কে বলেছিলেন ?
উত্তরঃ- আলোচ্য কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ।
13. ‘অকারণকৃপাকারিণি’- কোন্ বিভক্তি ?
উত্তরঃ- ‘অকারণকৃপাকারিণি’- এখানে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে ।
14. “গুরুদেবস্য অনির্বচনীয়োমহিমা।”- কার উক্তি ?
উত্তরঃ- “গুরুদেবস্য অনির্বচনীয়োমহিমা।”- এটি সুরেন্দ্রনাথ মিত্রের উক্তি ।
15. “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি ।”- কে বলেছেন ?
উত্তরঃ- “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি ।”- এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন ।
16. “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে ।”- কার জন্য উৎকণ্ঠা ?
উত্তরঃ- “তস্মৈ চেতো মমোৎকণ্ঠতে ।”- এখানে তরুণগায়ক নরেন্দ্রনাথের জন্য উৎকণ্ঠা পরিলক্ষিত হয় ।
17. শ্রীরামকৃষ্ণদেব কেমন উত্তর সাধক চেয়েছিলেন ?
উত্তরঃ- শ্রীরামকৃষ্ণদেব শিবের মতো উত্তরসাধক চেয়েছিলেন ।
18. ব্রাহ্ম কারা ?
উত্তরঃ- যাঁরা একেশ্বরবাদী, মূর্তি পূজা মানেন না, প্রবল যুক্তিবাদী, ব্রাহ্মণ্য ধর্ম বিরোধী, তাঁরাই ব্রাহ্ম ।
19. নরেন্দ্রনাথ কোন্ বিষয়ে নিপুন ছিলেন ?
উঃ- নরেন্দ্রনাথ সংগীতে নিপুন ছিলেন ।
20. ‘নক্তন্দিবম্’ শব্দটির একটি সংস্কৃত প্রতিশব্দ লেখ ?
উঃ- ‘নক্তন্দিবম্’ শব্দটির একটি সংস্কৃত প্রতিশব্দ হল- ‘অহর্নিশম্ ।’
21. সর্বকালিমানং দূরীকর্তুং শক্নুয়াৎ ।”- কে সকল কালিমাকে দূর করতে পারবেন ?
উঃ- নরেন্দ্রনাথ দেশের সব কালিমা দূর করতে পারবেন, এটা শ্রীরামকৃষ্ণের বিশ্বাস ।
22. “ধিক্ মাম্ ।”- কে কেন নিজেকে ধিক্কার দিচ্ছেন ?
উঃ- নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখেই মনে মনে দেবত্ব আরোপ করছেন, কিন্তু ব্রাহ্ম হিসেবে যুক্তিবাদী মন নিজেকে ধিক্কার দিচ্ছেন ।
23. “মধুরেয়ং সন্ধ্যা।”- কাকে বলা হয়েছে ?
উঃ- শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতির সন্ধ্যা সময়টাকে ‘মধুরা’ বলা হয়েছে ।
24. ‘ব্যূঢ়োরস্কঃ’- কথার অর্থ কি ?
উঃ- ‘ব্যূঢ়োরস্কঃ’- কথার অর্থ হল- বিস্তৃত বক্ষ যার ।
25. “বিদ্যতে মম গৃহ সকাশে।”- এখানে ‘মম’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উঃ- উদ্ধৃতাংশে ‘মম’ বলতে সুরেন্দ্রনাথকে বোঝানো হয়েছে ।
26. কাদের চিত্তবৃত্তি গহন ?
উঃ- মহৎ ব্যক্তিদের চিত্তবৃত্তি গহন হয় ।
27. কোটি সূর্যের প্রভা কার রয়েছে ?
উঃ- কোটি সূর্যের সমান প্রভা শ্রীরামকৃষ্ণদেবের রয়েছে ।
28. তোমাদের পাঠ্যাংশে নাট্যাংশটির নাম কী ?
উঃ- আমাদের পাঠ্যাংশে নাট্যাংশটির নাম ‘শ্রীরামকৃষ্ণেণ সহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ’।