তদ্ধিত প্রত্যয় তরপ্, ঈয়সুন্, ইষ্ঠন্ ও তমপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের নিয়ম, উদাহরণ, এককথায় প্রকাশ করার পদ্ধতি সম্পর্কে তুলে ধরা হল।
Table of Contents
তদ্ধিত প্রত্যয় তরপ্ সম্পর্কে আলোচনা
নিম্নে তরপ্ প্রত্যয়ের নিয়মগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল-
তরপ্ প্রত্যয়ের বৈশিষ্ট্য
১. দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর তরপ্ ও ঈয়সুন্ প্রত্যয় হয়। অপরদিকে অনেকের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর ইষ্ঠন্ ও তমপ্ প্রত্যয় হয়।
২. তরপ্ প্রত্যয়ের তর থাকে, প্ লোপ পায়।
৩. তরপ্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয়।
৪. তরপ্ প্রত্যয়ান্ত শব্দের রূপ পুংলিঙ্গে ‘নর‘ শব্দের মতো ক্লীবলিঙ্গে ‘ফল‘ শব্দের মতো এবং স্ত্রীলিঙ্গে আ-কার যোগ করে ‘লতা‘ শব্দের মতো হয়।
তরপ্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের পদ্ধতি
অন্তিক + তরপ্ > অন্তিক + তর = অন্তিকতর।
আমরা জানি যে তরপ্ প্রত্যয় মূল শব্দের সাথে যুক্ত হয়। এখানে মূলশব্দ অন্তিক আর তরপ্ প্রত্যয়ের তর থাকে। সুতরাং অন্তিক + তর = অন্তিকতর শব্দটি পাওয়া গেছে।
ছকের সাহায্যে ইষ্ঠন্ প্রত্যয়ের উদাহরণের তালিকা
ক্রমিক সংখ্যা | মূলশব্দ ও বাংলা অর্থ | তরপ্ প্রত্যয়ান্ত শব্দ |
---|---|---|
১ | অন্তিক (কাছে) | অন্তিকতর |
২ | অল্প (কম) | অল্পতর |
৩ | উরু (অনেক) | উরুতর |
৪ | কৃশ (রোগা) | কৃশতর |
৫ | ক্ষিপ্র (দ্রুত) | ক্ষিপ্রতর |
৬ | ক্ষুদ্র (ছোটো) | ক্ষুদ্রতর |
৭ | গুরু (ভারী) | গুরুতর |
৮ | তৃপ্র (সন্তুষ্ট) | তৃপ্রতর |
৯ | দীর্ঘ (লম্বা) | দীর্ঘতর |
১০ | দূর (দূর) | দূরতর |
১১ | দৃঢ় (শক্ত) | দৃঢ়তর |
১২ | পৃথু (বৃহৎ) | পৃথুতর |
১৩ | প্রশস্য (প্রশংসনীয়) | প্রশস্যতর |
১৪ | প্রিয় (প্রিয়) | প্রিয়তর |
১৫ | বলবৎ (বলশালী) | বলবত্তর |
১৬ | বহু (অনেক) | বহুতর |
১৭ | বহুল (অনেক) | বহুলতর |
১৮ | মায়াবিন্ (মায়াবী) | মায়াবীতর |
১৯ | মৃদু (নরম) | মৃদুতর |
২০ | যুবন্ (তরুণ) | যুবতর |
২১ | লঘু (হালকা) | লঘুতর |
২২ | বাঢ় (অনেক) | বাঢ়তর |
২৩ | বিপুল (অনেক) | বিপুলতর |
২৪ | বৃদ্ধ (বৃদ্ধ) | বৃদ্ধতর |
২৫ | বৃন্দারক (নেতা) | |
২৬ | সাধু (ভালো) | সাধুতর |
২৭ | স্থির (স্থির) | স্থিরতর |
২৮ | স্ফির (প্রচুর) | স্ফিরতর |
২৯ | স্থূল (মোটা) | স্থূলতর |
৩০ | স্রগ্বিন্ (মালা পরিহিত) | |
৩১ | হ্রস্ব (ছোটো) | হ্রস্বতর |
৩২ | ঋজু (সোজা) | ঋজুতর |
৩৩ | ভৃশ (অনেক) | ভৃশতর |