বাংলায় একাদশ শ্রেণীর সংস্কৃত পদ্যাংশ বর্ষাবর্ণনম্

একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার (1st Semester) সংস্কৃত পদ্যাংশ বর্ষাবর্ণনম্ বাংলায় ছাত্র ছাত্রীদের সুবিদার্থে দেওয়া হল।

বাংলায় একাদশ শ্রেণীর সংস্কৃত পদ্যাংশ বর্ষাবর্ণনম্

1. অয়ং স কালঃ সংপ্রাপ্তঃ সময়ঃ অদ্য জলাগমঃ।

সংপশ্য ত্বম্ নভঃ মেঘৈঃ সংবৃতং গিরিসন্নিভৈঃ।।১৷৷

2. মেঘ-উদর-বিনির্মুক্তাঃ কর্পূরদলশীতলাঃ।

শক্যম্ অঞ্জলিভিঃ পাতুং বাতাঃ কেতকগন্ধিনঃ।।২।।

3. ক্বচিৎ প্রকাশং ক্বচিদ্ অপ্রকাশং নভঃ প্রকীর্ণ-অম্বুধরং বিভাতি।

ক্বচিৎ ক্বচিৎ পর্বতসংনিরুদ্ধং রূপং যথা শান্তমহার্ণবস্য।। ৩।।

4. বিদ্যুৎপতাকাঃ সবলাকমালাঃ শৈলেন্দ্র-কূটাকৃতি-সন্নিকাশাঃ।

গর্জন্তি মেঘাঃ সমুদীর্ণ-নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থাঃ।।৪।।

5. বর্ষা-উদক-আপ্যায়িত-শাদ্বলানি প্রবৃত্ত-নৃত্তোৎসব-বর্হিণানি।

বনানি নিবৃষ্ট-বলাহকানি পশ্য অপরাহ্ণেষু অধিকং বিভান্তি।।৫।।

6. সমুদ্বহন্তঃ সলিলাতিভারং বলাকিনো বারিধরা নদন্তঃ।

মহৎসু শৃঙ্গেযু মহীধরাণাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি।।৬।।

7. বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি।

নদ্যঃ ঘনাঃ মত্তগজাঃ বনান্তাঃ প্রিয়াবিহীনাঃ শিখিনঃ প্লবঙ্গাঃ।।৭।।

8. তড়িৎপতাকাভিঃ অলংকৃতানাম্ উদীর্ণ-গম্ভীর-মহারবাণাম্।

বিভান্তি রূপাণি বলাহকানাং রণোৎসুকানাম্ ইব বারণানাম্।।৮।

9. ক্বচিৎ প্রগীতা ইব ষট্‌ পদৌঘৈঃ ক্বচিৎ প্রনৃত্তা ইব নীলকণ্ঠেঃ।

ক্বচিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রৈঃ বিভান্তি অনেকাশ্রয়িনঃ বনান্তাঃ।।৯।।

10. ষট্‌ পাদ্-তন্ত্রী-মধুরাভিধানং প্লবঙ্গম-উদীরিত-কণ্ঠতালম্।

আবিষ্কৃতং মেঘ-মৃদঙ্গনাদৈঃ বনেষু সঙ্গীতম্ ইব প্রবৃত্তম্।।১০।।

Leave a Comment