সংস্কৃত ধাতুরূপ সূত্র | সংস্কৃত তিঙ্ বিভক্তির সূত্র

সংস্কৃত ধাতুরূপ সূত্র, বিভক্তির সংজ্ঞা, সংস্কৃত তিঙ্ বিভক্তি -র সংখ্যা, সম্পূর্ণরূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং বাংলা বিভক্তির চিহ্ন সহ বিস্তারিতভাবে তুলে ধরা হল।

ব্যাকরণে সংস্কৃত ধাতুরূপ বা সংস্কৃত তিঙ্ বিভক্তির পরস্মৈপদীর লট্ ল-কারের সূত্র, লোট্ ল-কারের সূত্র, লঙ্ ল-কারের সূত্র, বিধিলিঙ্ ল-কারের সূত্র, লৃট্ ল-কারের সূত্র ও লিট্ ল-কারের সূত্র এবং সংস্কৃত ধাতুরূপ বা সংস্কৃত তিঙ্ বিভক্তির আত্মনেপদীর লট্ ল-কারের সূত্র, লোট্ ল-কারের সূত্র, লঙ্ ল-কারের সূত্র, বিধিলিঙ্ ল-কারের সূত্র, লৃট্ ল-কারের সূত্র ও লিট্ ল-কারের সূত্র।

Table of Contents

বাংলা ও দেবনাগরী লিপিতে সংস্কৃত ধাতুরূপ সূত্র | সংস্কৃত তিঙ্ বিভক্তির সূত্র

সংস্কৃত বিভক্তির সংজ্ঞা

যার দ্বারা সংখ্যা (একবচন – দ্বিবচন – বহুবচন), কারক (কর্তৃ – কর্ম – করণ – সম্প্রদান – অপাদান – অধিকরণ) প্রভৃতির বোধ জন্মায় তাকে বিভক্তি বলে । “সংখ্যাকারকাদিবোধয়িত্রী বিভক্তিঃ । “

সংস্কৃত বিভক্তির বিভাগ

বিভক্তি দুই প্রকার যথা – সুপ্ বিভক্তি বা শব্দ বিভক্তি এবং তিঙ্ বিভক্তি বা ধাতু বিভক্তি

সংস্কৃত তিঙ্ বিভক্তির সূত্র বা সংস্কৃত ধাতুরূপের সূত্র (বাংলায়)

সংস্কৃত ধাতুরূপ বা সংস্কৃত তিঙ্ বিভক্তির পরস্মৈপদীর সূত্র

লট্ ল-কারের সূত্র (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একতি (তি)সি (সি)মি (া মি)
দ্বিতস্ (তঃ)থস্ (থঃ)বস্ (া বঃ)
বহুঅন্তি (ন্তি)থ (থ)মস্ (া মঃ)
লোট্ ল-কারের সূত্র (আদেশ, অনুরোধ)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একতু (তু)হি (X)আনি (া নি)
দ্বিতাম্ (তাম্)তম্ (তম্)আব (া ব)
বহুঅন্তু (ন্তু)ত (ত)আম (া ম)
লঙ্ ল-কারের সূত্র (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একদ্ (ৎ)স্ (ঃ)অম্ (ম্)
দ্বিতাম্ (তাম্)তম্ (তম্)ব (া ব)
বহুঅন্ (ন্)ত (ত)ম (া ম)
বিধিলিঙ্ ল-কারের সূত্র (উচিৎ অর্থে)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একযাৎ (ৎ)যাস্ (এঃ)যাম্ (এয়ম্)
দ্বিযাতাম্ (এতাম্)যাতম্ (এতম্)যাব (এব)
বহুযুস্ (এয়ুঃ)যাত (এত)যাম (এম)
লৃট্ ল-কারের সূত্র (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একস্যতি (স্যতি)স্যসি (স্যসি)স্যামি (স্যামি)
দ্বিস্যতস্ (স্যতঃ)স্যথস্ (স্যথঃ)স্যাবস্ (স্যাবঃ)
বহুস্যন্তি (স্যন্তি)স্যথ (স্যথ)স্যামস্ (স্যামঃ)
লিট্ ল-কারের সূত্র (পরোক্ষ অতীত)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একঅ (অ)থ (থ)অ (অ)
দ্বিঅতুস্ (অতুঃ) অথুস্ (অথুঃ)ব (ি ব)
বহুউস্ (উঃ)অ (অ)ম (ি ম)

সংস্কৃত ধাতুরূপ বা সংস্কৃত তিঙ্ বিভক্তির আত্মনেপদীর সূত্র

লট্ ল-কারের সূত্র (বর্তমান কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একতেসে
দ্বিআতেআথেবহে
বহুঅন্তেধ্বেমহে
লোট্ ল-কারের সূত্র (আদেশ, অনুরোধ)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একতাম্স্ব
দ্বিআতাম্আথাম্আবহৈ
বহুঅন্তাম্ধ্বম্আমহৈ
লঙ্ ল-কারের সূত্র (অতীত কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একথাস্
দ্বিআতাম্আথাম্বহি
বহুঅন্তধ্বম্মহি
বিধিলিঙ্ ল-কারের সূত্র (উচিৎ অর্থে)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একঈতঈথাস্ঈয়
দ্বিঈয়াতাম্ঈয়াথাম্ঈবহি
বহুঈরন্ঈধ্বম্ঈমহি
লৃট্ ল-কারের সূত্র (ভবিষ্যৎ কাল)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একস্যতেস্যসেস্যে
দ্বিস্যেতেস্যেথেস্যাবহে
বহুস্যন্তেস্যধ্বেস্যামহে
লিট্ ল-কারের সূত্র (পরোক্ষ অতীত)
বচনপ্রথম পুরুষমধ্যম পুরুষউত্তম পুরুষ
একসে
দ্বিআতেআথেবহে
বহুইরেধ্বেমহে

Leave a Comment