সংস্কৃত সুপ্ বিভক্তি

বিভক্তির সংজ্ঞা, সংস্কৃত সুপ্ বিভক্তি -র সংখ্যা, সম্পূর্ণরূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং বাংলা বিভক্তির চিহ্ন সহ বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

বিভক্তি

বিভক্তির সংজ্ঞাঃ-

“সংখ্যাকারকাদিবোধয়িত্রী বিভক্তিঃ । “

অর্থাৎ, যার দ্বারা সংখ্যা (একবচন – দ্বিবচন – বহুবচন), কারক (কর্তৃ – কর্ম – করণ – সম্প্রদান – অপাদান – অধিকরণ) প্রভৃতির বোধ জন্মায় তাকে বিভক্তি বলে ।

বিভক্তির প্রকারভেদঃ-

বিভক্তি দুই প্রকার যথা – সুপ্ বিভক্তি বা শব্দ বিভক্তি এবং তিঙ্ বিভক্তি বা ধাতু বিভক্তি

সুপ্ বিভক্তির সংখ্যাঃ-

সুপ্ বিভক্তি সাতটি যথা – প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী ।

সম্বোধন কোনোও আলাদা বিভক্তি নয়, এটি প্রথমা বিভক্তিরই একটি বিশেষ রূপ মাত্র । শব্দরূপে প্রত্যেক বিভক্তির তিনটি করে বচন আছে । তাই সুপ্ বিভক্তির মোট রূপ ৭×৩=২১ টি ।

সংস্কৃত সুপ্ বিভক্তি -র রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসু (ঃ)জস্ (অঃ)
দ্বিতীয়াঅম্ঔট্ (ঔ)শস্ (অঃ)
তৃতীয়াটা (আ)ভ্যাম্ভিস্ (ভিঃ)
চতুর্থীঙে (এ)ভ্যাম্ভ্যস্ (ভ্যঃ)
পঞ্চমীঙসি (অঃ)ভ্যাম্ভ্যস্ (ভ্যঃ)
ষষ্ঠীঙস্ (অঃ)ওস্ (ওঃ)আম্
সপ্তমীঙি (ই)ওস্ (ওঃ)সুপ্ (সু)
সুপ্ বিভক্তি

সুপ্ বিভক্তির নামকরণঃ-

এই সাত বিভক্তির নাম সুপ্ । এদের আদি অক্ষরে ‘সু’ এবং শেষ অক্ষর ‘প্’ নিয়ে বৈয়াকরণেরা নামকরণ করেছেন ‘সুপ্’

সংস্কৃত সুপ্ বিভক্তি পড়ার নিয়মঃ-

সুপ্ বিভক্তি পড়বার সময় বিভক্তিগুলি পাশাপাশি (সু, ঔ, জস্ – এভাবে) পড়তে হয় ।

সংস্কৃত সুপ্ বিভক্তির ব্যবহারঃ-

ব্যবহারকালে সুপ্ বিভক্তির চিহ্নগুলি হুবহু ব্যবহৃত হয় না । চিহ্নগুলি কখনোও থাকে, কখনোও লুপ্ত হয়, আবার কখনোও বা বদলে যায় ।

সংস্কৃত সুপ্ বিভক্তি ব্যবহারের উদাহরণঃ-

নর + সু (ঃ) = নরঃ (থাকল) ।

নদী + সু (ঃ) = নদী (লুপ্ত হল) ।

নর + টা (আ) = নরেণ (বদল হল) ।

সংস্কৃত সুপ্ বিভক্তি -র রূপ (দেবনাগরী লিপিতে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमासु (ः)जस् (अः)
द्वितीयाअम्औट् (औ)शस् (अः)
तृतीयाटा (आ)भ्याम्भिस् (भिः)
चतुर्थीङे (ए)भ्याम्भ्यस् (भ्यः)
पञ्चमीङसि (अः)भ्याम्भ्यस् (भ्यः)
षष्ठीङस् (अः)ओस् (ओः)आम्
सप्तमीङि (इ)ओस् (ओः)सुप् (सु)
শব্দরূপ অক্ষি (দেবনাগরী অক্ষরে)

সুপ্ বিভক্তি ও বাংলা বিভক্তির চিহ্ন

নিম্নে সংস্কৃত সুপ্ বিভক্তিগুলির সাথে বাংলা বিভক্তির চিহ্নগুলিরও পরিচয় দেওয়া হল । বাংলায় দ্বিবচন নেই বলে দেওয়া হয়নি ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসু (অ, শূন্য)জস্ (রা, এরা, গণ, গুলি, সকল)
দ্বিতীয়াঅম্ (কে, র, য়)ঔট্শস্ (দিগকে, দিগেরে, গুলিকে)
তৃতীয়াটা (দ্বারা, দিয়া, কর্তৃক)ভ্যাম্ভিস্ (দিগ দ্বারা, দিগ দিয়া, গুলি দ্বারা, দিগ কর্তৃক)
চতুর্থীঙে (কে, জন্য, নিমিত্ত)ভ্যাম্ভ্যস্ (দিগকে, দের জন্য, গুলির জন্য, দিগের নিমিত্ত)
পঞ্চমীঙসি (হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা)ভ্যাম্ভ্যস্ (দিগ হইতে, দিগ থেকে, দিগের চেয়ে, দিগ অপেক্ষা)
ষষ্ঠীঙস্ (র, এর)ওস্আম্ (দিগের, দের, গুলির)
সপ্তমীঙি (তে, এ, য়, এতে)ওস্সুপ্ (দিগেতে, দিগে, গুলিতে)
সংস্কৃত সুপ্ বিভক্তি ও বাংলা বিভক্তির চিহ্ন

2 thoughts on “সংস্কৃত সুপ্ বিভক্তি”

Leave a Comment