সংস্কৃত শব্দরূপ সেনানী – স্বরান্ত পুংলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ সেনানী। এই শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ অনুশীলনী দেখুন ।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ সেনানী

শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় শব্দ হল সেনানী । শব্দটির সম্পূর্ণ রূপ বাংলা ও দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হল ।

সেনানী
ঈ-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – সৈনাধ্যক্ষ, সৈন্য
একনজরে সেনানী শব্দ

সংস্কৃত সেনানী শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসেনানীঃসেনান্যৌসেনান্যঃ
দ্বিতীয়াসেনান্যাম্সেনান্যৌসেনান্যঃ
তৃতীয়াসেনান্যাসেনানীভ্যাম্সেনানীভিঃ
চতুর্থীসেনান্যেসেনানীভ্যাম্সেনানীভ্যঃ
পঞ্চমীসেনান্যঃসেনানীভ্যাম্সেনানীভ্যঃ
ষষ্ঠীসেনান্যঃসেনান্যোঃসেনান্যাম্
সপ্তমীসেনান্যাম্সেনান্যোঃসেনানীষু
সম্বোধনসেনানীঃসেনান্যৌসেনান্যঃ
সেনানী সংস্কৃত শব্দরূপ

সেনানী শব্দের অনুরূপ শব্দ ও তার বাংলা অর্থ

শব্দবাংলা অর্থ
অগ্রণীপ্রধান, শ্রেষ্ঠ
প্রধীচক্রের প্রান্তভাগ
অনুরূপ শব্দের তালিকা

মনে রাখবে

প্রধী শব্দের সপ্তমীর একবচনে প্রধ্যি হয় ।

সেনানী শব্দের অনুরূপ শব্দ ‘অগ্রণী’ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমা
দ্বিতীয়া
তৃতীয়া
চতুর্থী
পঞ্চমী
ষষ্ঠী
সপ্তমী
সম্বোধন
সংস্কৃত অগ্রণী শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ সেনানী (দেবনাগরীতে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमा
द्वितीया
तृतीया
चतुर्थी
पञ्चमी
षष्ठी
सप्तमी
सम्वोधन
শব্দরূপ সেনানী (দেবনাগরী অক্ষরে)

অনুশীলনী

সেনানী শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ সেনানী থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. সেনানী শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ-

২. সেনানী শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ-

৩. সেনানী শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ-

৪. সেনানী শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ-

৫. সেনানী শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ-

৬. সেনানী শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ-

৭. সেনানী শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ-

৮. সেনানী শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ-

৯. সেনানী শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ-

১০. সেনানী শব্দের তৃতীয়া বহুবচন ।

উত্তরঃ-

সংস্কৃত শব্দরূপ সেনানী শব্দ থেকে অনুবাদ

১. সেনাদের ডাকো ।

উত্তরঃ- সেনান্যঃ আহ্বয় ।

২. সেনাদের শিবিরে ।

উত্তরঃ- সেনান্যাম্ শিবিরে ।

শব্দবাংলা অর্থপ্রকার
নরমানুষঅ-কারান্ত
নির্জরভগবান্, ঈশ্বরঅ-কারান্ত
পাদপাঅ-কারান্ত
হাহাএকজন গন্ধর্বের নামআ-কারান্ত
বিশ্বপাবিশ্বের পালন কর্তাআ-কারান্ত
মুনিমুনিই-কারান্ত
পতিস্বামীই-কারান্ত
সখিপুরুষ বন্ধুই-কারান্ত
সুধীজ্ঞানী ব্যক্তিঈ-কারান্ত
সাধুসজ্জন ব্যক্তিউ-কারান্ত
প্রতিভূজামিনদার, জমানতঊ-কারান্ত
পিতৃবাবাঋ-কারান্ত
নৃমানুষঋ-কারান্ত
দাতৃদাতাঋ-কারান্ত
রৈসম্পদঐ-কারান্ত
গোগাভীও-কারান্ত
গ্লৌচন্দ্র, কর্পূরঔ-কারান্ত
স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপের তালিকা

স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপ

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment