সংস্কৃত শব্দরূপ নবন্ – সংখ্যাবাচক শব্দ

সংস্কৃত শব্দরূপ নবন্ । এটি সংখ্যাবাচক শব্দ । শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপ, সঠিক শব্দরূপ নির্ণয় এবং অনুবাদ দেখুন।

সংস্কৃত শব্দরূপ নবন্

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় নবন্ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

নবন্
এটি সংখ্যাবাচক শব্দ
পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ-এ একই রূপ হয়
শব্দটি বহুবচনান্ত
বাংলা অর্থ – নয়
নবন্ শব্দ

সংস্কৃত নবন্ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

প্রথমানব
দ্বিতীয়ানব
তৃতীয়ানবভিঃ
চতুর্থীনবভ্যঃ
পঞ্চমী নবভ্যঃ
ষষ্ঠীনবানাম্
সপ্তমীনবসু
নবন্ শব্দের রূপ

সংস্কৃত শব্দরূপ নবন্ (দেবনাগরী অক্ষরে)

प्रथमा नव
द्वितीयानव
तृतीयानवभिः
चतुर्थी नवभ्यः
पञ्चमीनवभ्यः
षष्ठीनवानाम्
सप्तमी नवसु
নবন্ শব্দরূপ

অনুশীলনী

নবন্ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ নবন্ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. নবন্ শব্দের স্ত্রীলিঙ্গ দ্বিতীয়া ।

উত্তরঃ- নব ।

২. নবন্ শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী ।

উত্তরঃ- নবানাম্ ।

৩. নবন্ শব্দের ক্লীবলিঙ্গ প্রথমা ।

উত্তরঃ- নব ।

৪. নবন্ শব্দের সপ্তমী ।

উত্তরঃ- নবসু।

৫. নবন্ শব্দের চতুর্থী ।

উত্তরঃ- নবভ্যঃ ।

৬. নবন্ শব্দের তৃতীয়া ।

উত্তরঃ- নবভিঃ।

৭. নবন্ শব্দের পঞ্চমী ।

উত্তরঃ-

নবন্ শব্দরূপ থেকে অনুবাদ

১. আমরা নয়টি ফল খেয়েছিলাম ।

উত্তরঃ- বয়ং নব প্লানিং অখাদাম ।

২. নয়জন লোকের দ্বারা ।

উত্তরঃ- নবভিঃ নরৈঃ ।

৩. নয়জন ছেলে এখন বই পড়ছে ।

উত্তরঃ- নব বালকাঃ অধুনা পুস্তকং পঠন্তি ।

৪. নয়জন মহিলা যাচ্ছেন।

উত্তরঃ- নব মহিলাঃ গচ্ছন্তি ।

৫. গাছে নয়টি ফল আছে ।

উত্তরঃ- বৃক্ষে নব ফলানি সন্তি ।

৬. আমাদের গ্রামের নয়জন মেয়ে শহরের মহাবিদ্যালয়ে পড়ত ।

উত্তরঃ- অস্মাকং গ্রামস্য নব বালিকা নগরস্য মহাবিদ্যালয়ে অপঠন্ ।

শব্দবাংলা অর্থপ্রকার
একএকএকবচনান্ত
দ্বিদুইদ্বিবচনান্ত
ত্রিতিনবহুবচনান্ত
চতুর্চারবহুবচনান্ত
পঞ্চন্পাঁচবহুবচনান্ত
ষষ্ছয়বহুবচনান্ত
সপ্তন্সাত বহুবচনান্ত
অষ্টন্আটবহুবচনান্ত
দশন্দশবহুবচনান্ত
সংখ্যাবাচক শব্দের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment