সংস্কৃত শব্দরূপ মাতৃ – স্ত্রীলিঙ্গ শব্দ

সংস্কৃত শব্দরূপ মাতৃ। এটি ঋ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এর অর্থ হল- মা। শব্দটির বাংলা অক্ষরে ও দেবনাগরী লিপিতে সম্পূর্ণ রূপে এবং অনুশীলনী দেখুন।

Table of Contents

সংস্কৃত শব্দরূপ মাতৃ

সপ্তম, অষ্টম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অতি প্রয়োজনীয় মাতৃ শব্দটির সম্পূর্ণ রূপ, দেবনাগরী লিপিতে এবং অনুরূপ শব্দরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় ও অনুবাদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হল ।

মাতৃ
স্বরান্ত ঋ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
বাংলা অর্থ – মা
একনজরে মাতৃ শব্দ

সংস্কৃত মাতৃ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমামাতামাতরৌমাতরঃ
দ্বিতীয়ামাতরম্মাতরৌমাতৃ্ঃ
তৃতীয়ামাত্রামাতৃভ্যাম্মাতৃভিঃ
চতুর্থীমাত্রেমাতৃভ্যাম্মাতৃভ্যঃ
পঞ্চমীমাতুঃমাতৃভ্যাম্মাতৃভ্যঃ
ষষ্ঠীমাতুঃমাত্রোঃমাতৃ্ণাম্
সপ্তমীমাতরিমাত্রোঃমাতৃষু
সম্বোধনমাতঃমাতরৌমাতরঃ
সংস্কৃত মাতৃ শব্দের রূপ (বাংলা অক্ষরে)

মাতৃ শব্দের অনুরূপ শব্দ

দুহিতৃ (কন্যা), যাতৃ (জা), ননান্দৃ / ননন্দৃ (ননদ) ইত্যাদি ।

মনে রাখবে

১. মাতৃ শব্দের রূপ পিতৃ শব্দের মতই । কেবল দ্বিতীয়া বিভক্তির বহুবচনের রূপ ভিন্ন হয় ।

২. স্বসৃ (বোন), মাতৃস্বসৃ (মাসি), পিতৃস্বসৃ (পিসি) শব্দের রূপ দাতৃ শব্দের মতো হয় । তবে এই শব্দগুলির দ্বিতীয়া বিভক্তির বহুবচনের রূপ যথাক্রমে স্বসৃ্ঃ, মাতৃস্বসৃ্ঃ, পিতৃস্বসৃ্ঃ হয় ।

সংস্কৃত শব্দরূপ মাতৃ (দেবনাগরী অক্ষরে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमामातामातरौमातर:
द्वितीयामातरम्मातरौमातॄ:
तृतीयामात्रामातृभ्याम्मातृभि:
चतुर्थीमात्रेमातृभ्याम्मातृभ्य:
पञ्चमीमातु:मातृभ्याम्मातृभ्य:
षष्ठीमातु:मात्रो:मातॄणाम्
सप्तमीमातरिमात्रो:मातृषु
सम्वोधनमात:मातरौमातर:
সংস্কৃত শব্দরূপ মাতৃ (দেবনাগরী অক্ষরে)

মাতৃ শব্দের অনুরূপ শব্দ দুহিতৃ শব্দের রূপ

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাদুহিতাদুহিতরৌদুহিতরঃ
দ্বিতীয়াদুহিতরম্দুহিতরৌদুহিতৃ্ঃ
তৃতীয়াদুহিত্রাদুহিতৃভ্যাম্দুহিতৃভিঃ
চতুর্থীদুহিত্রেদুহিতৃভ্যাম্দুহিতৃভ্যঃ
পঞ্চমীদুহিতুঃদুহিতৃভ্যাম্দুহিতৃভ্যঃ
ষষ্ঠীদুহিতুঃদুহিত্রোঃদুহিতৃ্ণাম্
সপ্তমীদুহিতরিদুহিত্রোঃদুহিতৃষু
সম্বোধনদুহিতঃদুহিতরৌদুহিতরঃ
দুহিতৃ শব্দের রূপ

অনুশীলনী

মাতৃ শব্দরূপ থেকে সঠিক শব্দরূপ নির্ণয় ও সংস্কৃত অনুবাদ – এই দুই ধরণের অনুশীলনী নিম্নে তুলে ধরা হল ।

সংস্কৃত শব্দরূপ মাতৃ থেকে সঠিক শব্দ রূপ নির্ণয়

১. মাতৃ শব্দের দ্বিতীয়া বহুবচন ।

উত্তরঃ- মাতৃ্ঃ ।

২. মাতৃ শব্দের ষষ্ঠী বহুবচন ।

উত্তরঃ- মাতৃ্ণাম্ ।

৩. মাতৃ শব্দের প্রথমা দ্বিবচন ।

উত্তরঃ- মাতরৌ ।

৪. মাতৃ শব্দের সপ্তমী একবচন ।

উত্তরঃ- মাতরি ।

৫. মাতৃ শব্দের চতুর্থী একবচন ।

উত্তরঃ- মাত্রে ।

৬. মাতৃ শব্দের সপ্তমী বহুবচন ।

উত্তরঃ- মাতৃষু ।

৭. মাতৃ শব্দের ষষ্ঠী দ্বিবচন ।

উত্তরঃ- মাত্রোঃ ।

৮. মাতৃ শব্দের তৃতীয়া একবচন ।

উত্তরঃ- মাত্রা ।

৯. মাতৃ শব্দের পঞ্চমী একবচন ।

উত্তরঃ- মাতুঃ ।

১০. মাতৃ শব্দের সম্বোধন একবচন ।

উত্তরঃ- মাতঃ ।

সংস্কৃত শব্দরূপ মাতৃ শব্দ থেকে অনুবাদ

১. মা আমাকে ডাকছেন ।

উত্তরঃ- মাতা মাম্ আহ্বয়তি ।

২. আমি মাকে গতকাল বলেছিলাম ।

উত্তরঃ- অহং মাতরং হ্যঃ বলছি স্ম ।

৩. সেখানে মা ও বাবা গিয়েছিলেন ।

উত্তরঃ- তত্র মাতা চ পিতা চ অগচ্ছতাম্ ।

৪. মায়ের ও বাবার স্নেহ ।

উত্তরঃ- মাতুঃ পিতুঃ চ স্নেহঃ ।

৫. আমরা দুই ভাই মায়ের সাথে মামাবাড়ি যাবো ।

উত্তরঃ- আবাং দ্বৌ ভ্রাতরৌ মাত্রা সহ মাতুলালয়ং গমিষ্যতঃ ।

আপনি যদি সংস্কৃত ব্যাকরণের স্বরান্ত স্ত্রীলিঙ্গ মাতৃ শব্দরূপের মতো বাকী স্ত্রীলিঙ্গ শব্দগুলিও দেখতে চান তাহলে নিচের Link গুলিতে Click করুণ । এখানে প্রত্যেক শব্দরূপ মাতৃ শব্দরূপের মতো পৃথক্ পৃথকভাবে দেওয়া হয়েছে ।

স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপ

শব্দবাংলা অর্থপ্রকার
লতালতাআ-কারান্ত
মতিবুদ্ধিই-কারান্ত
নদীনদীঈ-কারান্ত
শ্রীসুন্দরঈ-কারান্ত
স্ত্রীস্ত্রীঈ-কারান্ত
ধেনুগাভীউ-কারান্ত
বধূবধূঊ-কারান্ত
ভূপৃথিবীঊ-কারান্ত
স্বরান্ত স্ত্রীলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

Leave a Comment