সংস্কৃত শব্দরূপ এক – সংখ্যাবাচক শব্দ

সংস্কৃত শব্দরূপ এক। শব্দটির সম্পূর্ণরূপ, সঠিক শব্দরূপ নির্ণয় পদ্ধতি, অনুবাদে প্রয়োগ এবং MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।

Table of Contents

সংখ্যাবাচক সংস্কৃত শব্দরূপ – এক

নিম্নে সংখ্যাবাচক শব্দটির বাংলা অর্থসহ বাংলা ও দেবনাগরী অক্ষরে সম্পূর্ণ রূপ, সঠিক শব্দরূপ নির্ণয় পদ্ধতি এবং সংস্কৃত ভাষায় অনুবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

সংখ্যাবাচক এক শব্দের বাংলা অর্থ

এক শব্দটির বাংলা অর্থ হল – এক।

সংখ্যাবাচক এক শব্দের প্রাথমিক আলোচনা

শব্দটি সংখ্যাবাচক সংস্কৃত শব্দ। শব্দটির রূপ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গে পৃথক্ পৃথক্ রূপ হয়। শব্দটির তিনলিঙ্গে কেবল একবচনের রূপই হয়। এর দ্বিবচন ও বহুবচনের রূপ হয় না।

সংখ্যাবাচক সংস্কৃত শব্দরূপ এক শব্দের রূপ

বিভক্তিপুংলিঙ্গস্ত্রীলিঙ্গক্লীবলিঙ্গ
প্রথমাএকঃএকাএকম্
দ্বিতীয়াএকম্একাম্একম্
তৃতীয়াএকেনএকয়াএকেন
চতুর্থীএকস্মৈএকস্যৈএকস্মৈ
পঞ্চমীএকস্মাৎএকস্যাঃএকস্মাৎ
ষষ্ঠীএকস্যএকস্যাঃএকস্য
সপ্তমীএকস্মিন্একস্যাম্একস্মিন্
এক শব্দের সম্পূর্ণরূপ

সংস্কৃত শব্দ এক থেকে সঠিক শব্দরূপ নির্ণয়

পুংলিঙ্গ রূপ থেকে

1.এক শব্দের পুংলিঙ্গ দ্বিতীয়া ।

উঃ- একম্ ।

2. এক শব্দের পুংলিঙ্গ সপ্তমী ।

উঃ- একস্যাম্ ।

3. এক শব্দের পুংলিঙ্গ পঞ্চমী ।

উঃ- একস্মাৎ ।

4. এক শব্দের পুংলিঙ্গ প্রথমা ।

উঃ- একঃ ।

5. এক শব্দের পুংলিঙ্গ তৃতীয়া ।

উঃ- একেন ।

সংস্কৃত শব্দরূপ এক স্ত্রীলিঙ্গ রূপ থেকে

1.এক শব্দের স্ত্রীলিঙ্গ প্রথমা ।

উঃ- একা ।

2. এক শব্দের স্ত্রীলিঙ্গ পঞ্চমী ।

উঃ- একস্যাঃ ।

3. এক শব্দের স্ত্রীলিঙ্গ দ্বিতীয়া ।

উঃ- একাম্ ।

4. এক শব্দের স্ত্রীলিঙ্গ সপ্তমী ।

উঃ- একস্যাম্ ।

5. এক শব্দের স্ত্রীলিঙ্গ ষষ্ঠী ।

উঃ- একস্যাঃ ।

ক্লীবলিঙ্গ রূপ থেকে

1.এক শব্দের ক্লীবলিঙ্গ চতুর্থী ।

উঃ- একস্মৈ ।

2. এক শব্দের ক্লীবলিঙ্গ সপ্তমী ।

উঃ- একস্মিন্ ।

3. এক শব্দের ক্লীবলিঙ্গ প্রথমা ।

উঃ- একম্ ।

4. এক শব্দের ক্লীবলিঙ্গ ষষ্ঠী ।

উঃ- একস্য ।

5. এক শব্দের ক্লীবলিঙ্গ পঞ্চমী ।

উঃ- একস্মাৎ ।

সংস্কৃত শব্দরূপ এক থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ

পুংলিঙ্গ রূপ থেকে

1. আমি একজন ছেলেকে দেখেছিলাম ।

উঃ- অহং একম্ বালকম্ অপশ্যম্ ।

2. একজন ছেলে গ্রামে যাচ্ছে

উঃ- একঃ বালকঃ গ্রামং গচ্ছতি

3. একটি লোকের জন্য আমরা গিয়েছিলাম

উঃ- একস্মৈ নরায় বয়ম্ অগচ্ছামঃ

विभक्तिपुंलिङ्गस्त्रीलिङ्गक्लीवलिङ्ग
प्रथमाएकःएकाएकम्
द्वितीयाएकम्एकाम्एकम्
तृतीयाएकेनएकयाएकेन
चतुर्थीएकस्मैएकस्यैएकस्मै
पञ्चमीएकस्मात्एकस्याःएकस्मात्
षष्ठीएकस्यएकस्याःएकस्य
सप्तमीएकस्मिन्एकस्याम्एकस्मिन्
एक शव्दस्य सम्पूर्णरूप
শব্দবাংলা অর্থপ্রকার
দ্বিদুইদ্বিবচনান্ত
ত্রিতিনবহুবচনান্ত
চতুর্চারবহুবচনান্ত
পঞ্চন্পাঁচবহুবচনান্ত
ষষ্ছয়বহুবচনান্ত
সপ্তন্সাত বহুবচনান্ত
অষ্টন্আটবহুবচনান্ত
নবন্নয়বহুবচনান্ত
দশন্দশবহুবচনান্ত
সংখ্যাবাচক শব্দের তালিকা

সংস্কৃত শব্দরূপ

সংস্কৃত শব্দ রূপ পরীক্ষা প্রস্তুতি (MCQ TEST)

1. শব্দরূপ কাকে বলে ?

উঃ- বিভিন্ন বিভক্তি যুক্ত হয়ে শব্দের যে পরিবর্তিত রূপ হয় তাকে শব্দরূপ বলা হয় |

2. এক শব্দের পুংলিঙ্গ ষষ্ঠী ।

উঃ- একস্য ।

3. এক শব্দের স্ত্রীলিঙ্গ তৃতীয়া ।

উঃ- একয়া ।

4. এক শব্দের ক্লীবলিঙ্গ দ্বিতীয়া ।

উঃ- একম্ ।

Leave a Comment