অর্থ সহ Sanskrit Mantra (সংস্কৃত মন্ত্র) যেমন- ভোজন মন্ত্র (Vojan Mantra), গায়ত্রী মন্ত্র (Gayatri Mantra), গুরু মন্ত্র (Guru Mantra) প্রভৃতি সকল সংস্কৃত মন্ত্র তুলে ধরা হল।
বাংলা অর্থ সহ Sanskrit Mantra (সংস্কৃত মন্ত্র)
প্রাচীনকালে হিন্দু ধর্মের সাধনার্থে সংস্কৃত মন্ত্রগুলি ব্যবহৃত হতো। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ্, মনীষীদের গ্রন্থ সমূহে ব্যবহৃত হতো।
মন্ত্র
ঐশ্বরিক বাচনভঙ্গি, ভক্তি মূলক শব্দ বা শব্দাংশ, বাক্য, ধ্বনি বা শব্দের দলই হল মন্ত্র। আমরা বিশ্বাস করি যে মন্ত্রের মধ্যএ ঐশ্বরিক, মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক শক্তি আছে। সাধারণত মন্ত্রের কোনো বআক্যরঈতই বা আক্ষরিক অর্থ নেই। কিন্তু আমরা মন্ত্রের আধ্যাত্মিক মূল্য বুঝতে পারি যখন আমরা মন্ত্রগুলি শুনি, দেখি এবং মনের গভীরে ধারণ করি।