সংস্কৃত কর্তৃ কারক ও প্রথমা বিভক্তির সকল নিয়ম সহজ-সরল এবং আধুনিক পদ্ধতিতে উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।
Table of Contents
কর্তৃ কারক – প্রথমা বিভক্তি
সংস্কৃত কর্তৃ কারক ও প্রথমা বিভক্তির নিয়মগুলি সহজভাবে বাংলায় তুলে ধরা হল । এগুলি তোমরা ভালোভাবে তৈরী করলে যে কোনো কারক-বিভক্তি অনায়াসেই করতে পারবে।
একনজরে সকল কর্তা
কর্তা | বিভক্তি |
---|---|
স্বতন্ত্র কর্তা | প্রথমা |
প্রযোজক কর্তা | প্রথমা |
প্রযোজ্য কর্তা | দ্বিতীয়া বা তৃতীয়া |
অনুক্ত কর্তা | তৃতীয়া |
1.স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি
যে কর্তা স্বাধীনভাবে কোনো কাজ করে তাকে স্বতন্ত্র কর্তা বলে। স্বতন্ত্র কর্তায় বা কর্তৃ কারক – এ প্রথমা বিভক্তি হয় ।
স্বতন্ত্র কর্তা বা কর্তৃকারকের উদাহরণ
শিশুঃ দুগ্ধং পিবতি।
বাক্যটির অর্থ হল শিশুটি দুধ পান করছে। অর্থাৎ পান করা কাজটি কর্তা নিজেই করছে । তাই এখানে ‘শিশুঃ’ পদটিতে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে ।
অতিরিক্ত উদাহরণ – বালকঃ চন্দ্রং পশ্যতি ।, বালিকা গচ্ছতি ।
2.প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি
যে কর্তা অপর কোনো কর্তাকে দিয়ে কোনো কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে । প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়।
প্রযোজক কর্তার উদাহরণ
মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি ।
বাক্যটির অর্থ হল মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন । অর্থাৎ মা নামক কর্তা ছেলে কর্তাকে দিয়ে চাঁদ দেখা কাজটি করাচ্ছেন । তাই এখানে ‘মাতা’ পদটিতে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে ।
অতিরিক্ত উদাহরণ – প্রভুঃ ভৃত্যেন কর্ম কারয়তি । মাতা কন্যয়া কর্যং কারয়তি ।
প্রথমা বিভক্তি
1. প্রাতিপদিকার্থ – লিঙ্গ – পরিমাণ – বচনমাত্রে প্রথমা বিভক্তি
যে কোনো শব্দে বিভক্তি যুক্ত হওয়ার আগের অবস্থাকে বলা হয় প্রাতিপদিক । প্রাতিপদিকের অর্থ আছে, কিন্তু এটি ধাতু বা ক্রিয়াপদ নয় । অর্থা
(ক) কেবলমাত্র প্রাতিপদিকের অর্থ বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – রামঃ, বৃক্ষঃ, লতা ইত্যাদি ।
(খ) প্রাতিপদিকের অর্থ ও লিঙ্গ বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – তটঃ – তটী – তটম্ ।
(গ) কেবলমাত্র পরিমাণ বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – দ্রোণঃ ব্রীহিঃ ।
(ঘ) কেবলমাত্র সংখ্যা বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – একঃ, দ্বৌ, বহবঃ ইত্যাদি ।
2.উক্ত কর্মে প্রথমা প্রথমা বিভক্তি
কর্ম বাচ্যের কর্মকে উক্ত কর্ম বলা হয় । উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয় ।
উক্ত কর্মের উদাহরণ
বালকেন চন্দ্রঃ দৃশ্যতে ।
বাক্যটির অর্থ হল ছেলেটির দ্বারা চাঁদ দেখা হয় । বাক্যটি কর্ম বাচ্যে রয়েছে। তাই এখানে ‘চন্দ্রঃ’ পদটিতে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে ।
অতিরিক্ত উদাহরণ –
বালিকয়া হরিণী দৃশ্যতে ।
শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।
3. সম্বোধনে প্রথমা বিভক্তি
সম্বোধনে প্রথমা বিভক্তি হয় ।
সম্বোধনে প্রথমা বিভক্তির উদাহরণ
মাতঃ ! ভিক্ষাং দেহি ।
অতিরিক্ত উদাহরণ – ভোঃ বালক !, হে পিতঃ !
4. ইতি, সাম্প্রতম্, অসাম্প্রতম্ প্রভৃতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি
ইতি (নাম অর্থে), সাম্প্রতম্ (উচিৎ অর্থে), অসাম্প্রতম্ (অনুচিৎ অর্থে) প্রভৃতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয় ।
উদাহরণ – দশরথঃ ইতি রাজা আসীৎ ।
অতিরিক্ত উদাহরণ- অপর্ণেতি বালিকাম্ অপশ্যম্ ।, অশোকঃ ইতি রাজা আসীৎ ।
কর্তৃ কারক – প্রথমা বিভক্তি হতে অতিরিক্ত নিয়ম
1.প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি
যে কর্তা অপর কোনো কর্তার সাহায্য নিয়ে কোনো কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে । প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয় ।
প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বিভক্তির উদাহরণ
মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি ।
বাক্যটির অর্থ হল মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন । অর্থাৎ ছেলে নামক কর্তা মা নামক কর্তার সাহায্য নিয়ে চাঁদ দেখা কাজটি করছে । তাই এখানে ‘পুত্রম্’ পদটিতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে ।
প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তির উদাহরণ
প্রভুঃ ভৃত্যেন কর্ম কারয়তি ।
বাক্যটির অর্থ হল প্রভু ভৃত্যকে দিয়ে কাজ করাচ্ছেন । অর্থাৎ ভৃত্য নামক কর্তা প্রভু নামক কর্তার সাহায্য নিয়ে কাজটি করছে । তাই এখানে ‘ভৃত্যেন’ পদটিতে প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে ।
অতিরিক্ত উদাহরণ – পিতা পুত্রং নগরং দর্শয়তি । (প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া) মাতা কন্যয়া কর্যং কারয়তি । (প্রযোজ্য কর্তায় তৃতীয়া)
2.অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি
কর্মবাচ্য ও ভাবচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় ।
অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তির উদাহরণ
শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।
অতিরিক্ত উদাহরণ – বালিকয়া হরিণী দৃশ্যতে ।
কর্তৃ কারক ও প্রথমা বিভক্তি হতে অতিরিক্ত উদাহরণ
1.স্থালী পচতি।
উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।
2. শিশুঃ ক্রীড়তি।
উঃ-স্বতন্ত্র কর্তায় বা কর্তৃ কারক – এ প্রথমা।
3.বালকঃ চন্দ্রং পশ্যতি।
উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।
4.মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি।
উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।
5.প্রভুঃ ভৃত্যেন কার্যং কারয়তি।
উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।
6.মাতা কন্যয়া ওদনং পাচয়তি।
উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।
7.মুনিঃ শিষ্যং গ্রামং গময়তি।
উঃ- প্রযোজক কর্তায় প্রথমা।
8.বালিকয়া পুষ্পং দৃশ্যতে।
উঃ-উক্তকর্মে প্রথমা।
9.বালিকয়া হরিণী দৃশ্যতে।
উঃ-উক্তকর্মে প্রথমা।
10.শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।
উঃ-উক্তকর্মে প্রথমা।
11.বালকেন চন্দ্রঃ দৃশ্যতে।
উঃ-উক্তকর্মে প্রথমা।
12.অম্ব! দেহি অম্বু তৃষ্ণার্তায়।
উঃ-সম্বোধনে প্রথমা।
13.কর্ণঃ দাতা ইতি বিশ্রুতঃ।
উঃ-‘ইতি’ অব্যয়যোগে প্রথমা।
14.দশরথঃ ইতি নৃপতিরাসীৎ।
উঃ- ‘ইতি’ অব্যয়যোগে প্রথমা।
আপনি যদি কর্তৃ কারক ছাড়া অন্য কারক বিভক্তি গুলি দেখতে চান তা হলে নিম্নে লিংক গুলিতে ক্লিক করুণ
- কর্ম কারক ও দ্বিতীয়া বিভক্তি
- করণ কারক ও তৃতীয়া বিভক্তি
- সম্প্রদান কারক ও চতুর্থী বিভক্তি
- অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি
- অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি
- ষষ্ঠী বিভক্তি
আপনি যদি সমস্ত কারকের মডেল সেট দেখতে চান তাহলে নিম্নে ক্লিক করুণ
কর্তৃ কারক – প্রথমা বিভক্তি থেকে জিজ্ঞাস্য (FAQ)
উত্তরঃ- প্রথমা বিভক্তি হয় ।
উত্তরঃ- কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে ।