কর্তৃ কারক-প্রথমা বিভক্তি (সংস্কৃত)

সংস্কৃত কর্তৃ কারক ও প্রথমা বিভক্তির সকল নিয়ম সহজ-সরল এবং আধুনিক পদ্ধতিতে উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।

Table of Contents

কর্তৃ কারক – প্রথমা বিভক্তি

সংস্কৃত কর্তৃ কারক ও প্রথমা বিভক্তির নিয়মগুলি সহজভাবে বাংলায় তুলে ধরা হল । এগুলি তোমরা ভালোভাবে তৈরী করলে যে কোনো কারক-বিভক্তি অনায়াসেই করতে পারবে।

একনজরে সকল কর্তা

কর্তাবিভক্তি
স্বতন্ত্র কর্তাপ্রথমা
প্রযোজক কর্তাপ্রথমা
প্রযোজ্য কর্তাদ্বিতীয়া বা তৃতীয়া
অনুক্ত কর্তাতৃতীয়া
কর্তা ও বিভক্তি

1.স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি

যে কর্তা স্বাধীনভাবে কোনো কাজ করে তাকে স্বতন্ত্র কর্তা বলে। স্বতন্ত্র কর্তায় বা কর্তৃ কারক – এ প্রথমা বিভক্তি হয় ।

স্বতন্ত্র কর্তা বা কর্তৃকারকের উদাহরণ

শিশুঃ দুগ্ধং পিবতি।

বাক্যটির অর্থ হল শিশুটি দুধ পান করছে। অর্থাৎ পান করা কাজটি কর্তা নিজেই করছে । তাই এখানে ‘শিশুঃ’ পদটিতে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে ।

অতিরিক্ত উদাহরণ – বালকঃ চন্দ্রং পশ্যতি ।, বালিকা গচ্ছতি ।

2.প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি

যে কর্তা অপর কোনো কর্তাকে দিয়ে কোনো কাজ করায় তাকে প্রযোজক কর্তা বলে । প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়।

প্রযোজক কর্তার উদাহরণ

মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি ।

বাক্যটির অর্থ হল মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন । অর্থাৎ মা নামক কর্তা ছেলে কর্তাকে দিয়ে চাঁদ দেখা কাজটি করাচ্ছেন । তাই এখানে ‘মাতা’ পদটিতে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে ।

অতিরিক্ত উদাহরণ – প্রভুঃ ভৃত্যেন কর্ম কারয়তি । মাতা কন্যয়া কর্যং কারয়তি ।

প্রথমা বিভক্তি

1. প্রাতিপদিকার্থ – লিঙ্গ – পরিমাণ – বচনমাত্রে প্রথমা বিভক্তি

যে কোনো শব্দে বিভক্তি যুক্ত হওয়ার আগের অবস্থাকে বলা হয় প্রাতিপদিক । প্রাতিপদিকের অর্থ আছে, কিন্তু এটি ধাতু বা ক্রিয়াপদ নয় । অর্থা

(ক) কেবলমাত্র প্রাতিপদিকের অর্থ বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – রামঃ, বৃক্ষঃ, লতা ইত্যাদি ।

(খ) প্রাতিপদিকের অর্থ ও লিঙ্গ বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – তটঃ – তটী – তটম্ ।

(গ) কেবলমাত্র পরিমাণ বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – দ্রোণঃ ব্রীহিঃ ।

(ঘ) কেবলমাত্র সংখ্যা বোঝালে প্রথমা বিভক্তি হয় । উদাহরণ – একঃ, দ্বৌ, বহবঃ ইত্যাদি ।

2.উক্ত কর্মে প্রথমা প্রথমা বিভক্তি

কর্ম বাচ্যের কর্মকে উক্ত কর্ম বলা হয় । উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয় ।

উক্ত কর্মের উদাহরণ

বালকেন চন্দ্রঃ দৃশ্যতে ।

বাক্যটির অর্থ হল ছেলেটির দ্বারা চাঁদ দেখা হয় । বাক্যটি কর্ম বাচ্যে রয়েছে। তাই এখানে ‘চন্দ্রঃ’ পদটিতে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে ।

অতিরিক্ত উদাহরণ –

বালিকয়া হরিণী দৃশ্যতে ।

শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।

3. সম্বোধনে প্রথমা বিভক্তি

সম্বোধনে প্রথমা বিভক্তি হয় ।

সম্বোধনে প্রথমা বিভক্তির উদাহরণ

মাতঃ ! ভিক্ষাং দেহি ।

অতিরিক্ত উদাহরণ – ভোঃ বালক !, হে পিতঃ !

4. ইতি, সাম্প্রতম্, অসাম্প্রতম্ প্রভৃতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি

ইতি (নাম অর্থে), সাম্প্রতম্ (উচিৎ অর্থে), অসাম্প্রতম্ (অনুচিৎ অর্থে) প্রভৃতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয় ।

উদাহরণ – দশরথঃ ইতি রাজা আসীৎ ।

অতিরিক্ত উদাহরণ- অপর্ণেতি বালিকাম্ অপশ্যম্ ।, অশোকঃ ইতি রাজা আসীৎ ।

কর্তৃ কারক – প্রথমা বিভক্তি হতে অতিরিক্ত নিয়ম

1.প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি

যে কর্তা অপর কোনো কর্তার সাহায্য নিয়ে কোনো কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে । প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয় ।

প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া বিভক্তির উদাহরণ

মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি ।

বাক্যটির অর্থ হল মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন । অর্থাৎ ছেলে নামক কর্তা মা নামক কর্তার সাহায্য নিয়ে চাঁদ দেখা কাজটি করছে । তাই এখানে ‘পুত্রম্’ পদটিতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে ।

প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তির উদাহরণ

প্রভুঃ ভৃত্যেন কর্ম কারয়তি ।

বাক্যটির অর্থ হল প্রভু ভৃত্যকে দিয়ে কাজ করাচ্ছেন । অর্থাৎ ভৃত্য নামক কর্তা প্রভু নামক কর্তার সাহায্য নিয়ে কাজটি করছে । তাই এখানে ‘ভৃত্যেন’ পদটিতে প্রযোজ্য কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে ।

অতিরিক্ত উদাহরণ – পিতা পুত্রং নগরং দর্শয়তি । (প্রযোজ্য কর্তায় দ্বিতীয়া) মাতা কন্যয়া কর্যং কারয়তি । (প্রযোজ্য কর্তায় তৃতীয়া)

2.অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি

কর্মবাচ্য ও ভাবচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলা হয় ।

অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তির উদাহরণ

শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে ।

অতিরিক্ত উদাহরণ – বালিকয়া হরিণী দৃশ্যতে ।

কর্তৃ কারক ও প্রথমা বিভক্তি হতে অতিরিক্ত উদাহরণ

1.স্থালী পচতি।

উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।

2. শিশুঃ ক্রীড়তি।

উঃ-স্বতন্ত্র কর্তায় বা কর্তৃ কারক – এ প্রথমা।

3.বালকঃ চন্দ্রং পশ্যতি।

উঃ-স্বতন্ত্র কর্তায় প্রথমা।

4.মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি।

উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।

5.প্রভুঃ ভৃত্যেন কার্যং কারয়তি।

উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।

6.মাতা কন্যয়া ওদনং পাচয়তি।

উঃ-প্রযোজক কর্তায় প্রথমা।

7.মুনিঃ শিষ্যং গ্রামং গময়তি।

উঃ- প্রযোজক কর্তায় প্রথমা।

8.বালিকয়া পুষ্পং দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

9.বালিকয়া হরিণী দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

10.শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

11.বালকেন চন্দ্রঃ দৃশ্যতে।

উঃ-উক্তকর্মে প্রথমা।

12.অম্ব! দেহি অম্বু তৃষ্ণার্তায়।

উঃ-সম্বোধনে প্রথমা।

13.কর্ণঃ দাতা ইতি বিশ্রুতঃ।

উঃ-‘ইতি’ অব্যয়যোগে প্রথমা।

14.দশরথঃ ইতি নৃপতিরাসীৎ।

উঃ- ‘ইতি’ অব্যয়যোগে প্রথমা।

আপনি যদি কর্তৃ কারক ছাড়া অন্য কারক বিভক্তি গুলি দেখতে চান তা হলে নিম্নে লিংক গুলিতে ক্লিক করুণ

আপনি যদি সমস্ত কারকের মডেল সেট দেখতে চান তাহলে নিম্নে ক্লিক করুণ

কর্তৃ কারক – প্রথমা বিভক্তি থেকে জিজ্ঞাস্য (FAQ)

প্রযোজক কর্তায় কোন্ বিভক্তি হয় ?

উত্তরঃ- প্রথমা বিভক্তি হয় ।

উক্ত কর্ম কী ?

উত্তরঃ- কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে ।

Leave a Comment