সংস্কৃত ধাতুরূপ ভূ – পরস্মৈপদী ধাতু

পরস্মৈপদী সংস্কৃত ধাতুরূপ ভূ | এই ধাতুরূপ থেকে সঠিক ধাতুরূপ, সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |

সংস্কৃত ধাতুরূপ ভূ

সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূ ধাতুরূপটির সম্পূর্ণ বাংলা ও দেবনাগরী লিপিতে রূপ, সঠিক নির্ণয় পদ্ধতি ও সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |

সংস্কৃত ভূ ধাতুর রূপ তৈরি করার পদ্ধতি

প্রথমতঃ

তিঙ্ বিভক্তির আকৃতি ভালোভাবে তৈরী করতে হবে।

দ্বিতীয়তঃ

ভূ>ভব আদেশ হয়। এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লট্, লোট্, লঙ্ (মনে রাখবে লঙ্ ল-কারের রূপের আগে অ রোগ করতে হয়), বিধিলিঙ্ ল-কারের রূপ করতে হবে।

তৃতীয়তঃ

ভূ>ভবি আদেশ হয় এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লৃট্ ল-কারের রূপ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে স্ ষ্ হবে ষত্ব-বিধানের নিয়ম অনুযায়ী।

চতুর্থতঃ

লিট্ ল-কারের রূপ তিঙ্ বিভক্তির আকৃতি অনুসারে ভালোভাবে তৈরী করতে হবে।

সংস্কৃত ধাতুরূপ ভূ -এর সম্পূর্ণরূপ (বাংলা অক্ষরে)

ভূ ( হওয়া ) পরস্মৈপদী
লট্ ( বর্তমান কাল )
বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ
এক ভবতি ভবসি ভবামি
দ্বি ভবতঃ ভবথঃ ভবাবঃ
বহু ভবন্তি ভবথ ভবামঃ
লোট্ ( আদেশ, অনুরোধ )
বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ
এক ভবতু ভব ভবানি
দ্বি ভবতাম্ ভবতম্ ভবাব
বহু ভবন্তু ভবত ভবাম
লঙ্ ( অতীত কাল )
বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ
এক অভব অভবঃ অভবম্
দ্বি অভবতাম্ অভবতম্ অভবাব
বহু অভবন্ অভবত অভবাম
বিধিলিঙ্ ( উচিৎ অর্থে )
বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ
এক ভবে ভবেঃ ভবেয়ম্
দ্বি ভবেতাম্ ভবেতম্ ভবেব
বহু ভবেয়ুঃ ভবেত ভবেম
লৃট্ ( ভবিষ্যৎ কাল )
বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ
এক ভবিষ্যতি ভবিষ্যসি ভবিষ্যামি
দ্বি ভবিষ্যতঃ ভবিষ্যথঃ ভবিষ্যাবঃ
বহু ভবিষ্যন্তি ভবিষ্যথ ভবিষ্যামঃ
লিট্ ( পরোক্ষ অতীত )
বচন প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ
এক বভূব বভূবিথ বভূব
দ্বি বভূবতুঃ বভূবথুঃ বভূবিব
বহু বভূবুঃবভূব বভূবিম

সংস্কৃত ধাতুরূপ ভূ থেকে সঠিক ধাতুরূপ নির্ণয়

1.ভূ ধাতুর লোট্ মধ্যম পুরুষ একবচন।

উত্তরঃ- ভব।

2.ভূ ধাতুর লট্ উত্তম পুরুষ বহুবচন।

উত্তরঃ- ভবামঃ।

সংস্কৃত ধাতুরূপ ভূ থেকে অনুবাদ

1.লোকটি হয়েছিল।

উত্তরঃ- নরঃ অভবৎ।

2.তোমার হওয়া উচিত।

উত্তরঃ- ত্বং ভবেঃ।

3.আমি হব।

উত্তরঃ- অহং ভবিষ্যামি।

4.আমরা দুইজন যেন হই।

উত্তরঃ- অহং ভবাব।

5.মানুষেরা হচ্ছে।

উত্তরঃ- নরাঃ ভবন্তি।

সংস্কৃত ধাতুরূপ ভূ -এর সম্পূর্ণরূপ (দেবনাগরী লিপিতে)

भू
परस्मैपदी
लट् (वर्तमान काल)
वचन प्रथम पुरुष मध्यम पुरुष उत्तम पुरुष
एकभवतिभवसिभवामि
द्विभवतःभवथःभवावः
वहुभवन्तिभवथभवामः
लोट् (आदेश, अनुरोध)

वचन प्रथम पुरुष मध्यम पुरुष उत्तम पुरुष
एकभवतुभवभवानि
द्विभवताम्भवतम्भवाव
वहुभवन्तुभवतभवाम
लङ् (अतीत काल)
वचन प्रथम पुरुष मध्यम पुरुष उत्तम पुरुष
एकअभवत्अभवःअभवम्
द्विअभवताम्अभवतम्अभवाव
वहुअभवन्अभवतअभवाम
विधिलिङ् (उचित् अर्थे)
वचन प्रथम पुरुष मध्यम पुरुष उत्तम पुरुष
एकभवेत्भवेःभवेयम्
द्विभवेताम्भवेतम्भवेव
वहुभवेयु:भवेतभवेम
लृट् (भविष्यत् काल)
वचन प्रथम पुरुष मध्यम पुरुष उत्तम पुरुष
एकभविष्यति भविष्यसि भविष्यामि
द्विभविष्यतः भविष्यथः भविष्यावः
वहुभविष्यन्ति भविष्यथ भविष्यामः
लिट् (परोक्ष अतीत)
वचन प्रथम पुरुष मध्यम पुरुष उत्तम पुरुष
एकवभूववभूविथ वभूव
द्विवभूवतुःवभूवथुः वभूविव
वहुवभूवुःवभूव वभूविम

[WpProQuiz 13]

প্রত্যয় দিয়ে অনুবাদ সম্পর্কে জানতে Click here => সংস্কৃত ব্যাকরণ

MCQ Test Click here => নর

সংস্কৃত ধাতুরূপ ভূ হতে জিজ্ঞাস্য (FAQ)

ধাতুরূপ কী

উঃ- “ভূবাদয়ো ধাতবঃ” অর্থাৎ, ভূ, গম্ ক্রিয়াবাচক প্রকৃতিকে ধাতু বলে এই ধাতুগুলির সাথে তিঙ্ বিভক্তি যুক্ত ক্রিয়াপদের রূপকেই ধাতুরূপ বলে

ভূ ধাতুর লিট্ প্রথম পুরুষ একবচন

উঃ- বভূব

Leave a Comment