পরস্মৈপদী সংস্কৃত ধাতুরূপ ভূ | এই ধাতুরূপ থেকে সঠিক ধাতুরূপ, সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |
Table of Contents
সংস্কৃত ধাতুরূপ ভূ
সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর সকল সংস্কৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভূ ধাতুরূপটির সম্পূর্ণ বাংলা ও দেবনাগরী লিপিতে রূপ, সঠিক নির্ণয় পদ্ধতি ও সংস্কৃত অনুবাদ নির্ণয় পদ্ধতি ও Online MCQ Test সম্পর্কে বিস্তারিত দেওয়া হল |
সংস্কৃত ভূ ধাতুর রূপ তৈরি করার পদ্ধতি
প্রথমতঃ
তিঙ্ বিভক্তির আকৃতি ভালোভাবে তৈরী করতে হবে।
দ্বিতীয়তঃ
ভূ>ভব আদেশ হয়। এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লট্, লোট্, লঙ্ (মনে রাখবে লঙ্ ল-কারের রূপের আগে অ রোগ করতে হয়), বিধিলিঙ্ ল-কারের রূপ করতে হবে।
তৃতীয়তঃ
ভূ>ভবি আদেশ হয় এর সাথে তিঙ্ বিভক্তির আকৃতি যোগ করে লৃট্ ল-কারের রূপ করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে স্ ষ্ হবে ষত্ব-বিধানের নিয়ম অনুযায়ী।
চতুর্থতঃ
লিট্ ল-কারের রূপ তিঙ্ বিভক্তির আকৃতি অনুসারে ভালোভাবে তৈরী করতে হবে।
সংস্কৃত ধাতুরূপ ভূ -এর সম্পূর্ণরূপ (বাংলা অক্ষরে)
ভূ ( হওয়া ) পরস্মৈপদী |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | ভবতি | ভবসি | ভবামি |
দ্বি | ভবতঃ | ভবথঃ | ভবাবঃ |
বহু | ভবন্তি | ভবথ | ভবামঃ |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | ভবতু | ভব | ভবানি |
দ্বি | ভবতাম্ | ভবতম্ | ভবাব |
বহু | ভবন্তু | ভবত | ভবাম |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | অভবৎ | অভবঃ | অভবম্ |
দ্বি | অভবতাম্ | অভবতম্ | অভবাব |
বহু | অভবন্ | অভবত | অভবাম |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | ভবেৎ | ভবেঃ | ভবেয়ম্ |
দ্বি | ভবেতাম্ | ভবেতম্ | ভবেব |
বহু | ভবেয়ুঃ | ভবেত | ভবেম |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | ভবিষ্যতি | ভবিষ্যসি | ভবিষ্যামি |
দ্বি | ভবিষ্যতঃ | ভবিষ্যথঃ | ভবিষ্যাবঃ |
বহু | ভবিষ্যন্তি | ভবিষ্যথ | ভবিষ্যামঃ |
বচন | প্রথম পুরুষ | মধ্যম পুরুষ | উত্তম পুরুষ |
---|---|---|---|
এক | বভূব | বভূবিথ | বভূব |
দ্বি | বভূবতুঃ | বভূবথুঃ | বভূবিব |
বহু | বভূবুঃ | বভূব | বভূবিম |
সংস্কৃত ধাতুরূপ ভূ থেকে সঠিক ধাতুরূপ নির্ণয়
1.ভূ ধাতুর লোট্ মধ্যম পুরুষ একবচন।
উত্তরঃ- ভব।
2.ভূ ধাতুর লট্ উত্তম পুরুষ বহুবচন।
উত্তরঃ- ভবামঃ।
সংস্কৃত ধাতুরূপ ভূ থেকে অনুবাদ
1.লোকটি হয়েছিল।
উত্তরঃ- নরঃ অভবৎ।
2.তোমার হওয়া উচিত।
উত্তরঃ- ত্বং ভবেঃ।
3.আমি হব।
উত্তরঃ- অহং ভবিষ্যামি।
4.আমরা দুইজন যেন হই।
উত্তরঃ- অহং ভবাব।
5.মানুষেরা হচ্ছে।
উত্তরঃ- নরাঃ ভবন্তি।
সংস্কৃত ধাতুরূপ ভূ -এর সম্পূর্ণরূপ (দেবনাগরী লিপিতে)
भू |
---|
परस्मैपदी |
वचन | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
---|---|---|---|
एक | भवति | भवसि | भवामि |
द्वि | भवतः | भवथः | भवावः |
वहु | भवन्ति | भवथ | भवामः |
वचन | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
---|---|---|---|
एक | भवतु | भव | भवानि |
द्वि | भवताम् | भवतम् | भवाव |
वहु | भवन्तु | भवत | भवाम |
वचन | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
---|---|---|---|
एक | अभवत् | अभवः | अभवम् |
द्वि | अभवताम् | अभवतम् | अभवाव |
वहु | अभवन् | अभवत | अभवाम |
वचन | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
---|---|---|---|
एक | भवेत् | भवेः | भवेयम् |
द्वि | भवेताम् | भवेतम् | भवेव |
वहु | भवेयु: | भवेत | भवेम |
वचन | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
---|---|---|---|
एक | भविष्यति | भविष्यसि | भविष्यामि |
द्वि | भविष्यतः | भविष्यथः | भविष्यावः |
वहु | भविष्यन्ति | भविष्यथ | भविष्यामः |
वचन | प्रथम पुरुष | मध्यम पुरुष | उत्तम पुरुष |
---|---|---|---|
एक | वभूव | वभूविथ | वभूव |
द्वि | वभूवतुः | वभूवथुः | वभूविव |
वहु | वभूवुः | वभूव | वभूविम |
[WpProQuiz 13]
প্রত্যয় দিয়ে অনুবাদ সম্পর্কে জানতে Click here => সংস্কৃত ব্যাকরণ
MCQ Test Click here => নর
সংস্কৃত ধাতুরূপ ভূ হতে জিজ্ঞাস্য (FAQ)
উঃ- “ভূবাদয়ো ধাতবঃ” অর্থাৎ, ভূ, গম্ ক্রিয়াবাচক প্রকৃতিকে ধাতু বলে এই ধাতুগুলির সাথে তিঙ্ বিভক্তি যুক্ত ক্রিয়াপদের রূপকেই ধাতুরূপ বলে
উঃ- বভূব