Class XI সন্ধি থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর

Class XI সন্ধি থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নতুন পাঠক্রম (2024) অনুসারে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তুলে ধরা হল।

Class XI সন্ধি থেকে বহুবৈকল্পিক MCQ প্রশ্ন উত্তর

Class XI (Semester-I)

1. হল সবর্ণ দীর্ঘ সন্ধির উদাহরণ। (a) महेशः (b) नराधमः (c) वेति (d) जनैकः

2. বিবৃতি: (ক) लता + इव = लतेव (খ) पितृ + ऋणम् = पितृणम्।
বিকল্প সমূহ: (a) ‘ক’ সত্য এবং ‘খ’ মিথ্যা (b) ‘খ’ মিথ্যা এবং ‘ক’ সত্য (c) ‘ক’ এবং ‘খ’ উভয় বিবৃতিই সত্য (d) ‘ক’ এবং ‘খ’ উভয় বিবৃতিই মিথ্যা।

3. नैव = ? (a) ना + एव (b) न + इव (c) न + एव (d) ना + इव।

4. সন্ধি হল – (a) পদের সঙ্গে বর্ণের মিলন (b) শব্দের সঙ্গে পদের মিলন (c) বর্ণের সঙ্গে বর্ণের মিলন (d) শব্দের সঙ্গে বর্ণের মিলন।

5. इ + इ = ई কোন্ সূত্রানুসারে হয়? (a) आद्गुणः (b) वृद्धिरेचि (c) अकः सवर्णे दीर्घः (d) কোনোটিই নয়।

6. কোনটি সঠিক – (ক) फणी + इन्द्रः = फणीन्द्रः (খ) मृग + अङ्कः = मृगाङ्कः (গ) च + इति = चैति (ঘ) लोक + आचारः = लोकचारः।
বিকল্প সমূহ: (a) ‘ক’ সত্য, ‘খ’ সত্য, ‘গ’ মিথ্যা, ‘ঘ’ মিথ্যা (b) ‘ক’ মিথ্যা, ‘খ’ সত্য, ‘গ’ মিথ্যা, ‘ঘ’ মিথ্যা (c) ‘ক’ মিথ্যা, ‘খ’ মিথ্যা, ‘গ’ সত্য, ‘ঘ’ সত্য (d) ‘ক’ সত্য, ‘খ’ মিথ্যা, ‘গ’ মিথ্যা, ‘ঘ’ মিথ্যা।

7. रवि + इन्द्रः সন্ধিবদ্ধ পদটি হল – (a) रविन्द्रः (b) रवैन्द्रः (c) रवीन्द्रः (d) रवीण्द्रः।

8. সন্ধি আবশ্যক নয় – (a) ধাতু ও উপসর্গের মধ্যে (b) শ্লোকে (c) সূত্রে (d) বাক্যে।

9. देवर्षिः পদটির সন্ধিবিচ্ছেদ হল – (a) देव + ऋषिः (b) दैव + ऋषिः (c) देवा + ऋषिः (d) देवता + ऋषिः

10. यत्र + एव = यत्रैव এখানে যে দুটি বর্ণের মিলন হয়েছে তা হল – (a) अ + ए = ऐ (b) आ + ए = ऐ (c) र + ए = ऐ (d) त्र + ए = ऐ

11. অ-কার বা আ-কারের পর ও-কার বা ঔ-কার থাকলে উভয়ে মিলে হয় – (a) এ (b) ঐ (c) ও (d) ঔ

12. शीत + ऋतः = ? (a) शीतर्तः (b) शितार्तः (c) शीतार्तः (d) शितर्तः।

13. সন্ধি কি নামে পরিচিত? (a) উপধা (b) সংহিতা (c) প্রত্যয় (d) কারক।

14. মাহেশ্বর সূত্র সংখ্যায় – (a) 14 টি (b) 13 টি (c) 3 টি (d) 11 টি।

15. কোনটি সঠিক নয় – (a) सु + उक्तिः = सूक्तिः (b) रमा + ईशः = रमेशः (c) पितृ + ऋणम् = पितृणम् (d) विधु + उदयः = विधूदयः।

16. महा+ऐरावतः=? (a) महारैवतः (b) महारवैतः (c) महारेवतः (d) महैरावतः।

17. ए, ओ এই বর্ণ গুলিকে বলা হয় – (a) সবর্ণ (b) বৃদ্ধি (c) গুণ (d) সবকটিই ঠিক।

18. वर्षर्तुः পদটি বিচ্ছেদ করলে হয় – (a) वर्षा+ऋतुः (b) वर्ष+ऋतुः (c) वरषा+ऋतुः (d) व+षर्तुः।

19. সন্ধির উদ্দেশ্য হল – (a) উচ্চারণের সৌন্দর্য বৃদ্ধি (b) ভাষার শ্রবণ মাধুর্য বৃদ্ধি (c) প্রথম দুটোই সঠিক (d) কোনোটিই নয়।

20. ব্যাকরণগত সন্ধি নয় – (a) স্বরসন্ধি (b) মুখসন্ধি (c) ব্যঞ্জনসন্ধি (d) বিসর্গসন্ধি।

আরোও পড়ুন

Leave a Comment