স্কুল সার্ভিস কমিশনের (WBSLST) সংস্কৃত বিষয়ের পরীক্ষার জন্য পুরাণ হতে MCQ প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরগুলি মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSCSLST) পরীক্ষায় সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীদের জন্যও গুরুত্ব পূর্ণ।
সকল শিক্ষার্থীদের জন্য পুরাণ হতে MCQ প্রশ্ন উত্তর
সংস্কৃত সকল শিক্ষার্থীদের জন্য পুরাণ সাহিত্য থেকে পুরাণ MCQ test – এর একটি set নিচে দেওয়া হল।
পুরাণ
‘পুরাণ’ শব্দের মূল অর্থ হল-‘প্রাচীন কথা’। ব্রাহ্মণ এবং উপনিষদ্ সাহিত্যেও পুরাণের উল্লেখ আছে এবং সেখানে ‘ইতিহাসপুরাণ’ শব্দেরও একত্র উল্লেখ করা হয়েছে।
১. পুরাণ শব্দের অর্থ কি?
উত্তর:- প্রাচীনকাহিনি।
২. মহাপুরাণের সংখ্যা কত?
উত্তর:- ১৮
৩. উপপুরাণের সংখ্যা কত?
উত্তর:- ১৮
৪. পুরাণের পঞ্চলক্ষণ কী কী?
উত্তর:- সর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তর ও বংশানুচরিত।
৫. শৈবপুরাণ কার অপর নাম?
উত্তর :- বায়ুপুরাণ।
৬. পঞ্চলক্ষণাত্মক দুটি পুরাণের নাম কী?
উত্তর:- বিষ্ণুপুরাণ, বায়ুপুরাণ।
৭. সর্বাধিক জনপ্রিয় প্রসিদ্ধপুরাণের নাম কী?
উত্তর:- ভাগবতপুরাণ।
৮. সর্ববৃহৎ পুরাণের নাম কী?
উত্তর :- স্কন্দপুরাণ।
৯. ক্ষুদ্রতম পুরাণের নাম কী?
উত্তর :- কূর্মপুরাণ।
১০. পুরাণের রচয়িতা কে?
উত্তর:- ব্যাসদেব।
১১. ‘শ্রীশ্রীচন্ডী’র উৎস কোন পুরাণ?
উত্তর :- মার্কন্ডেয়পুরাণ।
১২. ‘মঙ্গলকাব্যে’র উৎস কোন পুরাণ?
উত্তর :- ব্রহ্মবৈবর্তপুরাণ।
১৩. সাত্ত্বিক পুরাণগুলি কী কী?
উত্তর :- ভাগবত, নারদীয়, বিষ্ণু, গরুড়, বরাহ, পদ্ম।
১৪. রাজসিক পুরাণগুলি কী কী?
উত্তর:- ব্রহ্মান্ড ও ব্রহ্মবৈবর্ত।
১৭. পুরাণের উল্লেখ কোথায় পাওয়া যায়?
উত্তর:- ব্রাহ্মণ ও উপনিষদে।
১৮. মৎস্যপুরাণে পাঁচটি লক্ষণ ছাড়াও পুরাণের আর কতগুলি লক্ষণ রয়েছে?
উত্তর:- ৬টি।
১৯. মহাপুরাণ কী?
উত্তর :- প্রধান পুরাণগুলি মহাপুরাণ।
২০. পুরাণে কোন দেবতার প্রাধান্য দেখা যায়?
উত্তর:- ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।
২১. ‘পুরাণ বেদের অনুসরণকারী’ কেন?
উত্তর :- ‘পুরাণং বেদসম্মতম্’ অর্থাৎ সমস্তবেদ পুরাণে প্রতিষ্টিত।
২২. বিষ্ণুপুরাণের উদ্দেশ্য কী ছিল?
উত্তর :- শ্রীবিষ্ণুর মহিমা কীর্ত্তন করা।
২৩. কোন পুরাণ ‘পঞ্চমবেদ’ নামে পরিচিত?
উত্তর:- ভাগবতপুরাণ।
২৪. ‘ভাগবতপুরাণ’ অন্য কোন নামে পরিচিত?
উত্তর:- ‘শ্রীমদ্ভাগবত’।
২৫. কোন পুরাণকে ‘বিশ্বকোষ’ বলে?
উত্তর:- অগ্নিপুরাণকে।
২৬. বায়ুপুরাণে কোন রাজবংশের কথা জানা যায়?
উত্তর:- নন্দ, শিশুনাগ ও গুপ্তবংশ।
২৭. পুরাণকে বেদের পরিপূরক বলা হয় কেন?
উত্তর:- বেদের বহু দুর্বোধ্য মন্ত্রের অর্থ এখানে পাওয়া যায়।
২৮. পদ্মপুরাণে কয়টি খণ্ড পাওয়া যায়?
উত্তর:- ৫টি।
২৯. পদ্মপুরাণের খণ্ডগুলির নাম কী কী?
উত্তর:- সৃষ্টি, ভূমি, স্বর্গ, পাতাল ও উত্তরখণ্ড।
৩০. পৌত্তলিকতার উদ্ভব কোন শাস্ত্রে পাওয়া যায়?
উত্তর:- পুরাণে।
Thank you
Well Come