HS SANSKRIT QUESTION PAPER 2018

উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (SANSKRIT QUESTION PAPER HS 2018) উত্তরসহ নিম্নে দেওয়া হল

Table of Contents

SANSKRIT QUESTION PAPER HS 2018

ClassXII
BordWBCHSE
SubjectSanskrit
TopicOld Question Paper
Year2018

PART-A (Marks:54)

1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20

গদ্যাংশ (যে কোনো একটি)

(a) ত্রিবিক্রমভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।

(b) “দ্বারং চ সপদি সংবৃতম্” – কোন্ দ্বার ? ঘটনাটি বিশদে বর্ণনা করো।

পদ্যাংশ (যে-কোনো একটি)

(c) গাস্তোত্রম্ -এ গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো।

(d) কর্মযোগ অংশটির সারমর্ম লেখো।

নাট্যাংশ (যে কোনো একটি)

(e) বাসস্তিকস্বপ্নম্ নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও।

(f) “নাড়িকাহপি যুগায়তে” – ব্যাখ্যা করো।

সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)

(8) প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো।

(h) শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো।

2.ভাবসম্প্রসারণ করো। (যে কোনো একটি) 4×1=4

(a) অসক্তো হ্যাচরন্ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ ।

(b) ত্বমসি গতির্মম খলু সংসারে ।

3.নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3

(a) পর্বতেষু হিমালয়ঃ শ্রেষ্ঠঃ ।

(b) মহ্যং রসগোলকং রোচতে ।

(c) বালকঃ জনকাৎ বিভেতি ।

() মৎস্যঃ জলং বিনা ন জীবতি ।

4.ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2×2=4

(a) অহর্নিশম্।

(b) রামানুজঃ

(c) দৈত্যারিঃ

5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করোঃ (যে কোনো দুটি) 1×2=2

(a) বাক্যম্ বাচ্যম্

(b) আহ্বয়তি আহ্বয়তে

(c) কবরা কবরী

6. এককথায় প্রকাশ করোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) গণপতিঃ দেবতা অস্য = গাণপত্যঃ ।

(b) জনানাং সমূহঃ = জনতা ।

(c) কন্যায়াঃ অপত্যং পুমান্ = কানীনঃ ।

(d) ব্যাকরণম্ অধীতে = বৈয়াকরণঃ ।

7. পরিনিষ্ঠিত রূপটি লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3

(a) পৃথা + অণ্ = পার্থ ।

(b) √সহ্ + তুমুন্ = সহিতুম্ / সোঢ়ুম্ ।

(c) ধন + মতুপ্ = ধনবৎ ।

(d) √গম্ + ক্ত্বাচ্ = গত্বা ।

৪. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5

(a) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্প‌র্কে লেখো।

(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও।

9. সংস্কৃতে অনুবাদ করোঃ 5×1=5

আমাদের দেশ ভারতবর্ষ। দেশের রাজধানী দিল্লি। আমি দিল্লি যাব। বাবা আমাকে সেখানে নিয়ে যাবে। সেখানে আমরা দশ দিন থাকব।

অথবা, রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য। বাল্মীকি রামায়ণ লিখেছেন। বেদব্যাস মহাভারত লিখেছেন। আমি রামায়ণ পড়েছি। আমি মহাভারত পড়তে চাই।

10. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করোঃ 5×1=5

(a) স্বামী বিবেকানন্দঃ।

(b) সংস্কৃত ভাষা।

(c) কালিদাসঃ।

PART-B (Marks: 26 )

1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ 1×15=15

গদ্যাংশ

(i) “কনক” শব্দের অর্থ কী ? (a) হীরা (b) পান্না (c) সোনা, (d) রূপা।

(ii) আর্যাবর্তবর্ণনম্ -এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য ?

(a) গদ্য,

(b) পদ্য,

(c) চম্পু,

(d) নাটক।

(iii) ভগীরথ কোন বংশের রাজা ? (a) গুপ্ত বংশ (b) মৌর্য বংশ, (c) চন্দ্রবংশ, (d) ইক্ষ্বাকু বংশ।

(iv) “পদে পদে ধনদাঃ” – ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ? (a) কুবের (b) যক্ষ (c) শিব (d) রাক্ষস।

পদ্যাংশ

(v) “তব কৃপয়া চেৎ স্রোতঃ স্নাতঃ” – কার কৃপায় ? (a) শিব, (b) বিষ্ণু (c) কৃষ্ণ , (d) গঙ্গা ।

(vi) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ? (a) মানুষ, (b) কৃষ্ণ, (c) অর্জুন, (d) এদের কেউই নন।

(vii) পার্থ কে ? (a) কৃষ্ণ (b) জনক, (c) অর্জুন, (d) এঁদের কেউই নন।

(viii) শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ? (a) কর্ণাটক (b) কেরালা, (c) তামিলনাড়ু, (d) উত্তরপ্রদেশ।

নাট্যাংশ

(ix) কুহু শব্দের অর্থ কী ? (a) রাত্রি, (b) পূর্ণিমা, (c) অমাবস্যা, (d) চতুদর্শী।

(x) বাসস্তিকস্বপ্নম্ -এর মূল নাটক কী ? (a) মিডসামার নাইটস্ ড্রিম, (b) ম্যাকবেথ, (c) হ্যামলেট, (d) এদের কোনোটিই নয়।

(xi) বল্লভ শব্দের অর্থ কী ? (a) প্রিয়, (b) সম্মানীয় (c) শক্তিমান, (d) ভক্ত।

(xii) “কিং বা যুক্তং সময়বিরুদ্ধাচরণম্” বক্তা কে ? (a) পিতা, (b) রাজা, (c) বসন্ত (d) মকরন্দ।

সাহিত্যের ইতিহাস

(xiii) কোনটি ভাসের লেখা ? (a) চারুদত্তম্ (b) অভিজ্ঞানশকুলম্ (c) প্রসন্নরাঘবম্ (d) মৃচ্ছকটিকম্।

(xiv) গীতগোবিন্দের রচয়িতা কে ? (a) কালিদাস, (b) অশ্বঘোষ, (c) জয়দেব, (d) শূদ্রক।

(xv) রঘুবংশম কার লেখা ? (a) শূদ্রক, (b) কালিদাস (c) অমরসিংহ (d) শঙ্করাচার্য।

2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(i) যক্ষরা কার অনুচর ?

(ii) “কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত” – কে বলেছেন ?

(iii) স্পোটবাদ কাদের অভিমত ?

(iv) তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দু’টি প্রতিশব্দ লেখো।

পদ্যাংশ (যে কোনো তিনটি)

(v) – কান্ বিভক্তি?

(vi) – মুনিবর কে

(vii) কর্মেন্দ্রিয় কী কী?

(vill) শূন্যস্থান পূরণ করো কর্মীর হ सনিরিম্

নাট্যাংশ (যে কোনো তিনটি)

(ix)-র একটি প্রতিশব্দ লেখো। : -এর

(xi) কৌমুদীর পিতা কে?

(ii) ইল্লবর্মার উদ্বেগের কারণ কী?

(x) কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে?

সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)

(xiii) – কার লেখা?

(xiv) শূদ্রকের লেখা নাটকটির নাম কী?

(xv) মেঘদূতের নায়ক কে?

((xiii) আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট।

(xiv) তাস কয়টি নাটক লিখেছেন।

আরোও দেখুন

Leave a Comment