উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (SANSKRIT QUESTION PAPER HS 2018) উত্তরসহ নিম্নে দেওয়া হল
Table of Contents
SANSKRIT QUESTION PAPER HS 2018
Class | XII |
Bord | WBCHSE |
Subject | Sanskrit |
Topic | Old Question Paper |
Year | 2018 |
PART-A (Marks:54)
1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) ত্রিবিক্রমভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও।
(b) “দ্বারং চ সপদি সংবৃতম্” – কোন্ দ্বার ? ঘটনাটি বিশদে বর্ণনা করো।
পদ্যাংশ (যে-কোনো একটি)
(c) গাস্তোত্রম্ -এ গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো।
(d) কর্মযোগ অংশটির সারমর্ম লেখো।
নাট্যাংশ (যে কোনো একটি)
(e) বাসস্তিকস্বপ্নম্ নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও।
(f) “নাড়িকাহপি যুগায়তে” – ব্যাখ্যা করো।
সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)
(8) প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো।
(h) শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো।
2.ভাবসম্প্রসারণ করো। (যে কোনো একটি) 4×1=4
(a) অসক্তো হ্যাচরন্ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ ।
(b) ত্বমসি গতির্মম খলু সংসারে ।
3.নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3
(a) পর্বতেষু হিমালয়ঃ শ্রেষ্ঠঃ ।
(b) মহ্যং রসগোলকং রোচতে ।
(c) বালকঃ জনকাৎ বিভেতি ।
() মৎস্যঃ জলং বিনা ন জীবতি ।
4.ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2×2=4
(a) অহর্নিশম্।
(b) রামানুজঃ
(c) দৈত্যারিঃ
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) বাক্যম্ বাচ্যম্
(b) আহ্বয়তি আহ্বয়তে
(c) কবরা কবরী
6. এককথায় প্রকাশ করোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) গণপতিঃ দেবতা অস্য = গাণপত্যঃ ।
(b) জনানাং সমূহঃ = জনতা ।
(c) কন্যায়াঃ অপত্যং পুমান্ = কানীনঃ ।
(d) ব্যাকরণম্ অধীতে = বৈয়াকরণঃ ।
7. পরিনিষ্ঠিত রূপটি লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) পৃথা + অণ্ = পার্থ ।
(b) √সহ্ + তুমুন্ = সহিতুম্ / সোঢ়ুম্ ।
(c) ধন + মতুপ্ = ধনবৎ ।
(d) √গম্ + ক্ত্বাচ্ = গত্বা ।
৪. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো।
(b) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও।
9. সংস্কৃতে অনুবাদ করোঃ 5×1=5
আমাদের দেশ ভারতবর্ষ। দেশের রাজধানী দিল্লি। আমি দিল্লি যাব। বাবা আমাকে সেখানে নিয়ে যাবে। সেখানে আমরা দশ দিন থাকব।
অথবা, রামায়ণ ও মহাভারত আমাদের মহাকাব্য। বাল্মীকি রামায়ণ লিখেছেন। বেদব্যাস মহাভারত লিখেছেন। আমি রামায়ণ পড়েছি। আমি মহাভারত পড়তে চাই।
10. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করোঃ 5×1=5
(a) স্বামী বিবেকানন্দঃ।
(b) সংস্কৃত ভাষা।
(c) কালিদাসঃ।
PART-B (Marks: 26 )
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ 1×15=15
গদ্যাংশ
(i) “কনক” শব্দের অর্থ কী ? (a) হীরা (b) পান্না (c) সোনা, (d) রূপা।
(ii) আর্যাবর্তবর্ণনম্ -এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য ?
(a) গদ্য,
(b) পদ্য,
(c) চম্পু,
(d) নাটক।
(iii) ভগীরথ কোন বংশের রাজা ? (a) গুপ্ত বংশ (b) মৌর্য বংশ, (c) চন্দ্রবংশ, (d) ইক্ষ্বাকু বংশ।
(iv) “পদে পদে ধনদাঃ” – ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে ? (a) কুবের (b) যক্ষ (c) শিব (d) রাক্ষস।
পদ্যাংশ
(v) “তব কৃপয়া চেৎ স্রোতঃ স্নাতঃ” – কার কৃপায় ? (a) শিব, (b) বিষ্ণু (c) কৃষ্ণ , (d) গঙ্গা ।
(vi) ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই ? (a) মানুষ, (b) কৃষ্ণ, (c) অর্জুন, (d) এদের কেউই নন।
(vii) পার্থ কে ? (a) কৃষ্ণ (b) জনক, (c) অর্জুন, (d) এঁদের কেউই নন।
(viii) শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ? (a) কর্ণাটক (b) কেরালা, (c) তামিলনাড়ু, (d) উত্তরপ্রদেশ।
নাট্যাংশ
(ix) কুহু শব্দের অর্থ কী ? (a) রাত্রি, (b) পূর্ণিমা, (c) অমাবস্যা, (d) চতুদর্শী।
(x) বাসস্তিকস্বপ্নম্ -এর মূল নাটক কী ? (a) মিডসামার নাইটস্ ড্রিম, (b) ম্যাকবেথ, (c) হ্যামলেট, (d) এদের কোনোটিই নয়।
(xi) বল্লভ শব্দের অর্থ কী ? (a) প্রিয়, (b) সম্মানীয় (c) শক্তিমান, (d) ভক্ত।
(xii) “কিং বা যুক্তং সময়বিরুদ্ধাচরণম্” বক্তা কে ? (a) পিতা, (b) রাজা, (c) বসন্ত (d) মকরন্দ।
সাহিত্যের ইতিহাস
(xiii) কোনটি ভাসের লেখা ? (a) চারুদত্তম্ (b) অভিজ্ঞানশকুলম্ (c) প্রসন্নরাঘবম্ (d) মৃচ্ছকটিকম্।
(xiv) গীতগোবিন্দের রচয়িতা কে ? (a) কালিদাস, (b) অশ্বঘোষ, (c) জয়দেব, (d) শূদ্রক।
(xv) রঘুবংশম কার লেখা ? (a) শূদ্রক, (b) কালিদাস (c) অমরসিংহ (d) শঙ্করাচার্য।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(i) যক্ষরা কার অনুচর ?
(ii) “কিং ময়া প্রোক্তেন পূর্বপদ্যেন দ্বারমিদং বিঘটেত” – কে বলেছেন ?
(iii) স্পোটবাদ কাদের অভিমত ?
(iv) তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দু’টি প্রতিশব্দ লেখো।
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(v) – কান্ বিভক্তি?
(vi) – মুনিবর কে
(vii) কর্মেন্দ্রিয় কী কী?
(vill) শূন্যস্থান পূরণ করো কর্মীর হ सনিরিম্
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(ix)-র একটি প্রতিশব্দ লেখো। : -এর
(xi) কৌমুদীর পিতা কে?
(ii) ইল্লবর্মার উদ্বেগের কারণ কী?
(x) কৌমুদীর পিতার পছন্দের পাত্র কে?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(xiii) – কার লেখা?
(xiv) শূদ্রকের লেখা নাটকটির নাম কী?
(xv) মেঘদূতের নায়ক কে?
((xiii) আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট।
(xiv) তাস কয়টি নাটক লিখেছেন।