উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (SANSKRIT QUESTION PAPER HS 2017) উত্তরসহ নিম্নে দেওয়া হল
Table of Contents
HS SANSKRIT QUESTION PAPER 2017
Class | XII |
Bord | WBCHSE |
Subject | Sanskrit |
Topic | Old Question Paper |
Year | 2017 |
PART-A (Marks:54)
1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো।
(b) বনগতা গুহা গদ্যাংশে অলিপর্দা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো ।
পদ্যাংশ (যে-কোনো একটি)
(c) যদ্ যদ্ আচরতি শ্রেষ্ঠস্তত্তদ্ এবেতরো জনঃ – তাৎপর্য লেখো।
(d) গঙ্গাস্তোত্রম্ -এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো।
নাট্যাংশ (যে কোনো একটি)
(e) বাসন্তিকস্বপ্নম্ -এর বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
(f) বিজয়তাম্ অস্মাকম্ অবনিপঃ – উক্তিটি কার ? অবনিপঃ কে ? বক্তা তাঁর কাছে কেন এসেছিলেন?
সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)
(g) প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
(h) জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
2. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি)
(a) ন কর্মণাম্ অনারম্ভাৎ নৈষ্কর্ম্যং পুরুষোহশ্নুতে।
(b) কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্।
ইন্দ্ৰিয়ার্থান্ বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে।।
3. নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো। (যে কোনো তিনটি)
(a) বালকঃ সর্পাৎ বিভেতি।
উত্তরঃ- এখানে ‘সর্পাৎ’ পদটিতে ভয়ার্থক ‘ভী’ ধাতুর প্রয়োগে অপাদান কারক -এ পঞ্চমী বিভক্তি হয়েছে ।
(b) ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ ।
উত্তরঃ- এখানে ‘পাদেন’ পদটিতে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে ।
(c) মুক্তয়ে হরিং ভজতি ।
উত্তরঃ- এখানে ‘হরিম্’ পদটিতে “কর্তুরীপ্সিততমং কর্ম” সূত্রানুসারে কর্ম কারক -এ দ্বিতীয়া বিভক্তি হয়েছে ।
4. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখোঃ (যে কোনো দুটি) 2×2 =4
(a) সিঃহভয়ম্ = সিংহাৎ ভয়ম্ (পঞ্চমী তৎপুরুষ সমাস)।
(b) ত্রিভুবনম্ = ত্রয়াণাং পদানাং সমাহারঃ (সমাহার দ্বিগু সমাস)।
(c) উপকৃষ্ণম্ = কৃষ্ণস্য সমীপম্ (অব্যয়ীভাব সমাস)।
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করোঃ (যে কোনো দুটি)
(a) শূদ্রা শূদ্রী
(b) যবনী যবনানী
(c) আচার্যা আচার্যানী
6. এককথায় প্রকাশ করোঃ (যে কোনো তিনটি)
(a) জনানাং সমূহঃ = জনতা।
(b) ইন্দ্রঃ দেবতা অস্য (মূলপ্রাতিপদিকম্) = ঐন্দ্রঃ।
(c) নদী মাতা যস্য সঃ (মূলপ্রাতিপদিকম্) = নদীমাতৃকঃ।
(d) কর্তুম্ ইচ্ছতি = চিকীর্ষতি।
7. পরিনিষ্ঠিত রূপটি লেখো: (যে কোনো তিনটি) 1×3=3
(a) বহ্ + তুমুন্ = বোঢ়ুম্ ।
(b) কুন্তী + ঢক্ (মূলপ্রাতিপদিকম্) = কৌন্তেয়।
(c) ভূ + ক্ত্বাচ্ = ভূত্বা।
(d) কৃ + শতৃ (মূলপ্রাতিপদিকম্) = কুর্বৎ।
৪. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5×1=5
(a) কেতুম্ ও সতম্ সম্পর্কে লেখো।
(b) ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার নাম ও পরিচয় দাও।
9. সংস্কৃতে অনুবাদ করোঃ 5×1=5
একটি বানর নদীর তীরে বাস করত। সে প্রতিদিন মিষ্টি ফল খেত। নদীতে একটি কুমির থাকত। বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হল। তারা প্রতিদিন গল্প করত।
অথবা, এক ক্ষুধার্ত শিয়াল একটি রণভূমিতে এসে পৌঁছাল। সেখানে সে অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ভাবল যে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু পরে সে ঠিক করল যে, সে শব্দের উৎস খুঁজবে। সে একটি ঢাক দেখতে পেল।
10. যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো। 5×1=5
(a) মম গ্রামঃ।
(b) মম দেশঃ।
(c) মম জীবনে স্মরণীয়ং দিনম্।
PART-B (Marks: 26)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ 1×15=15
(i) আর্যাবর্তবর্ণনম্ – গদ্যাংশটি নলচম্পূর কোন্ উচ্ছ্বাসের অন্তর্গত ?
(a) প্রথম,
(b) তৃতীয়,
(c) চতুর্থ,
(d) ষষ্ঠ।
(ii) “সমানঃ সেব্যতয়া নাকলোকস্য” – ‘নাকলোক’ শব্দের অর্থ কী ?
(a) নরক,
(b) নাসিকা,
(c) স্বর্গ,
(d) এদের কোনোটিই নয়।
(iii) সাম কী ?
(a) সাহিত্য,
(b) উপন্যাস,
(c) দর্শন
(d) বেদ।
(iv) অলিপর্যার ভাইয়ের নাম কী ?
(a) শনিপর্বা,
(b) কশ্যপ,
(c) মহাপৰ্বা,
(d) নল ।
পদ্যাংশ
(v) অর্থ কেন প্রযুপ্তোহয়া পাপং চরিত পুরুষঃ কে, কাকে বলেছেন।
(a) কৃষ্ণ অর্জুনকে
(b) অর্জুন কৃষ্ণকে,
(c) শঙ্করাচার্য গঙ্গাকে,
(d) এদের কোনোটিই নয়।
(vi) কল্পলতা কাকে বলা হয়েছে ?
(a) কামধেনু,
(b) গঙ্গা,
(c) সুরভি,
(d) এদের কোনোটিই নয়।
(vii) শঙ্করমৌলিবিহারিণি – কোন বিভক্তি ?
(a) প্রথমা,
(b) দ্বিতীয়া,
(c) সপ্তমী,
(d) সম্বোধন।
(viii) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় ?
(a) সত্ত্বগুণ,
(b) রজোগুণ,
(c) তমোগুণ,
(d) সত্ত্ব ও রজঃ।
নাট্যাংশ
(ix) বাসন্তিকস্বপ্নম্ – অনুবাদটি কার ?
(a) গোবিন্দকৃয় মোদক-এর
(b) শঙ্করাচার্য-এর,
(c) বিদ্যাসাগর-এর
(d) কৃষ্ণমাচার্য-এর।
(x) রাজার নাম কী ?
(a) ইন্দ্রশৰ্মা
(b) ইন্দ্রবর্মা,
(c) ইন্দুকর্মা,
(d) এদের কোনোটিই নয়।
(xi) নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল ?
(a) ঘণ্টাধ্বনি,
(b) হর্ষধ্বনি,
(c) বংশীধ্বনি,
(d) মৃদঙ্গধ্বনি।
(xii) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন ?
(a) প্রমোদ,
(b) মকরন্দ,
(c) বসন্ত,
(d) ইন্দুশর্মা।
সাহিত্যের ইতিহাস
(xiii) স্বপ্নবাসবদত্তম্ কার রচনা ?
(a) কালিদাস,
(b) বিশাখদত্ত,
(c) শূদ্রক,
(d) ভাস।
(xiv) মেঘদূত কে লিখেছেন ?
(a) কালিদাস,
(b) জয়দেব
(c) শূদ্র,
(d) বিশাখদত্ত।
(xv) মৃচ্ছকটিকম্ কে লিখেছিলেন ?
(a) কালিদাস,
(b) জয়দেব,
(c) শূদ্রক,
(d) বিশাখদত্ত।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে-কোনো তিনটি)
(i) স্ফোট কারা স্বীকার করেন ?
(ii) অলিপর্বার কয়টি গাধা ?
উত্তরঃ- অলিপর্বার তিনটি গাধা ।
(iii) আর্যাবর্তের শিক্ষাব্যবস্থা কীরূপ ছিল ?
(iv) অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল ?
পদ্যাংশ (যে-কোনো তিনটি)
(v) শ্রীমগবদ্গীতায় কতগুলি অধ্যায় ?
(vi) শ্বপচঃ শব্দের অর্থ কী ?
(vii) গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত ?
(viii) নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষলাভ করেছেন এমন কারোও নাম পাঠ্যাংশ অনুসারে বলো।
নাট্যাংশ (যে-কোনো তিনটি)
(ix) রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ?
(x) রাজা কী নিয়ে উদবিগ্ন ছিলেন ?
(xi) বৈবস্বতনগর শব্দের অর্থ কী ?
(xii) “জনকস্য তে আদেশঃ পালনীয়ঃ” – কার উক্তি ?
সাহিত্যের ইতিহাস (যে-কোনো দুটি)
(xiii) আর্যভট্ট কোন্ বিষয়ের মধ্যে সংশ্লিষ্ট ?
(xiv) ভাস কয়টি নাটক লিখেছেন ?
(xv) একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো।