উচ্চ-মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (SANSKRIT QUESTION PAPER HS 2015) উত্তরসহ নিম্নে দেওয়া হল
Table of Contents
QUESTION PAPER HS SANSKRIT 2015
Class | XII |
Bord | WBCHSE |
Subject | Sanskrit |
Topic | Old Question Paper |
Year | 2015 |
PART-A (Marks:54)
1.নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5×4=20
গদ্যাংশ (যে কোনো একটি)
(a) আর্যাবর্তের বর্ণনা দাও।
(b) ‘বনগতা গুহা’ গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো।
পদ্যাংশ (যে-কোনো একটি)
(c) স্বর্মে নিধনং শ্রেয়া পরধর্মে ভয়াবহঃ।” – তাৎপর্য বর্ণনা করো।
(d) গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো ।
নাট্যাংশ (যে কোনো একটি)
(e) বাসস্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো।
(f) বাসস্তিস্বপ্নম্ এর প্রথম তিনটি শ্রোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো।
সাহিত্যের ইতিহাস (যে কোনো একটি)
(g) সুশ্রতসংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো।
(h) আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
2.ভাবসম্প্রসারণ করো। (যে কোনো একটি) 4×1=4
(a) দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ।
যুক্তোহনুক্রোশসম্পন্নৈর্যো জনৈরিব যোজনৈঃ ।
(b) অসক্তো হ্যাচরন্ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ।
3.নিম্নরেখাঙ্কিত পদগুলির কারণসহ বিভক্তি নির্ণয় করো (যে কোনো তিনটি) 1×3=3
(a) সর্পাৎ বিভেতি বালকঃ।
(b) স প্রাসাদাৎ প্রেক্ষতে।
(c) ইদং জগৎ কৃষ্ণস্য কৃতিঃ।
(d)ভিক্ষুকঃ পাদেন খঞ্জঃ।
4.ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যে কোনো দুটি) 2×2=4
(a)যথাশক্তি।
(b) রাজপুত্রঃ।
(c)পদকমলম্ ।
5. নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো (যে কোনো দুটি)1×2=2
(a)উদকীয়তি – উদন্যতি ।
(b) বাক্যম্ – বাচ্যম্ ।
(c) গিরিশঃ – গিরীশঃ।
6.এককথায় প্রকাশ করো (যে কোনো তিনটি) 1×3=3
(a)নদী মাতা যস্য সঃ।
(b) জেতুম্ ইচ্ছতি।
(c)জনানাং সমুহঃ।
(d) শব্দং করোতি।
7.পরিনিষ্ঠিত রূপটি লেখো: (যে কোনো তিনটি) 1×3=3
(a)লঘু + ঈয়সুন্ ।
(b)পৃথা + অণ্ ।
(c)লক্ষ্মী + মতুপ্ ।
(d)গঙ্গা + ঢক্ ।
৪.যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 5×1=5
(a) ভারতীয় আর্যভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা জানো লেখো।
(b) কেন্তুম্ ও শতম্ সম্বন্ধে নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো।
9.সংস্কৃতে অনুবাদ করোঃ 5
এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার দুই সন্তান ছিল। সে প্রতিদিন সকালে নিজের খেতে চাষ করতে যেত। সে অত্যন্ত সৎ ও সরল জীবনযাপন করত। এজন্য গ্রামে সকলে তাকে খুব শ্রদ্ধা করত।
অথবা,
প্রায় একশো পঞ্চাশ বছর আগে কলকাতার সিমুলিয়া অঞ্চলে নরেন্দ্রনাথ নামে এক শিশু জন্মগ্রহণ করে। তাঁর পিতা শ্রী বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি খুব সুন্দর গান গাইতে পারতেন। একদিন তাঁর গান শুনে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রসঙ্গ হন। পরে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন।
10.যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো 5
(a) পরিবেশ দূষণম্।
(b) শারদোৎসবঃ ।
(c) মম প্রিয়ঃ কবিঃ।
PART-B (Marks:26)
1.বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তর থেছে নিয়ে লেখো: 1×15=15
গদ্যাংশ
(i) অলিপর্বার ভ্রাতার নাম কী ?
- (a) স্কন্দরাজ
- (b) ক্রূরকর্মা
- (c) রাসভ
- (d) কশ্যপ ।
উত্তরঃ- (d) কশ্যপ ।
(ii) স্ফোটপ্রবাদ কাদের মধ্যে চলে?
(a) সাংখ্য
(b) জ্যোতিঃশাস্ত্রী
(c) বৈয়াকরণ
(d) আর্যাবর্ত
iii) অলিপূর্বা কোথায় বাস করত?
(a) আরবপুরে
(b) পারসিকপুরে
(c) আর্যাবর্ত পুরে
(d) মহানাদপুরে
iv) নলচম্পূ -এর রচনাকার কে?
(a) ত্রিবিক্রমভট্ট
(b) গাগাভট্ট
(c) কালিদাস
(d) শঙ্করাচার্য্য
পদ্যাংশ
(v) নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষলাভ করেছেন।
(a) বেদব্যাস
(b) জনক
(c) রামচন্দ্র
(d) শুকদেব
(vi)’ মুনিবরকন্যে’ -এখানে মুনিবর কে? (a)জহ্নু (b) কশ্যপ, (c) বিশ্বামিত্র, (d) নারদ
(vii) “কর্মযোগ” ভগবদ্গীতার কোন অধ্যায়ে আছে। – (a) অষ্টাদশ অধ্যায় (b) দ্বিতীয় অধ্যায়, (c) চতুর্থ অধ্যায় (d) তৃতীয় অধ্যায়।
(viii) ‘শঙ্কমৌলিবিহারিণি’ – পদটি কোন বিভক্তিতে আছে। – (a) সপ্তমী, (b) দ্বিতীয়া, (c) সম্বোধন (d) প্রথমা।
নাট্যাংশ
(ix) কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন?– (a) প্রমোদকে, (b) মকরন্দকে, (c) বসন্তকে, (d) ইন্দুশর্মাকে।
(x) বাসন্তিকস্বপ্নম্ -এর রাজার নাম কী? – (a) ইন্দুবর্মা, (b) ইন্দ্রশর্মা, (c) ইদুশর্মা, (d) ইন্দ্রবর্মা।
(xi) সাধয়ামঃ শব্দের প্রতিশব্দ হল – (a) গচ্ছামঃ, (b) তিষ্ঠামঃ (c) বদামঃ (d) ক্রীড়ামঃ।
(xii) ‘কুহু’ শব্দের অর্থ কী – (a) রাত্রি (b) অমাবস্যা, (c) পূর্ণিমা, (d) জ্যোৎস্না
সাহিত্যের ইতিহাস
(xiii) “মৃচ্ছকটিকম্’ কী ধরনের রচনা? – (a) কাব্য, (b) গল্প (c) নাটক (d) প্রবন্ধ
(xiv) মেঘদূত কোন্ ছন্দে রচিত? – (a) মন্দক্রান্তা, (b) বসন্ততিলক (c) ইন্দ্ৰবজ্রা (d) এদের কোনোটিই নয়।
(xv) চরকসংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কী? – (a) জ্যোতির্বিজ্ঞান, (b) ইতিহাস, (c) চিকিৎসাবিজ্ঞান (d) নাট্যশাস্ত্র।
2.নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(i) অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত?
(ii) আলিবাবা ও চল্লিশ চোর – গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন?
(iii) নলচম্পূ ছাড়া অন্য যে কোনো একটি চম্পঊকআব্যএর নাম লেখো।
(iv) চম্পূকাব্য বলতে কী বোঝায়?
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(v) ভগবদ্গীতায় মোট কটি শ্লোক আছে?
(vi) কর্মেন্দ্রিয় কটি ও কী কী?
(vii)কোনো একটি চম্পুকাব্যের নামগাস্তোত্রের রচয়িতা কে?
(viii) ভগবদ্গীতার উপদেশ কে, কার উদ্দেশে করেছেন।
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(ix) পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে?
(x) বাসস্তিকস্বপ্নম্ এর মূল ইংরেজি নাটকটির নাম কী?
(xi) রাজার বাগ্দত্তার নাম কী?
(xii) দীয়তাং দয়ার্দ্রং চিত্তম্– কে, কাকে বলেছেন?
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(xiii) আয়ুর্বেদের উৎস কোন্ বেদ?
(xiv) স্বপ্নবাসবদত্তম্ কার লেখা?
(xv) বরাহমিহির রচিত যে-কোনো একটি গ্রন্থের নাম লেখো।