অভিষেক নাটক

মহাকবি ভাস রচিত অভিষেক নাটক -এর শ্রেণি, উৎস, নায়ক-নায়িকার নাম, নামকরণ, বিষয়বস্তু, দূতবাক্য নাটকের বিশেষ উক্তি সম্পর্কে আলোচনা।

ভাসের অভিষেক নাটক

নাট্যগ্রন্থঅভিষেক নাটক
রচয়িতাভাস
উৎসরামায়ণ
অঙ্ক৬ টি
শ্রেণিনাটক
নায়করামচন্দ্র
নায়িকাসীতা দেবী
ভাসের ঊরুভঙ্গ নাটক

ভাসের অভিষেক নাটকটির অঙ্ক সংখ্যা

নাটকটি ৬ অঙ্কের নাটক।

ভাসের অভিষেক নাটকটির শ্রেণি

নাটক।

ভাসের অভিষেক নাটকটির উৎস

রামায়ণের কিষ্কিন্ধ্যাকাণ্ড থেকে লঙ্কাকাণ্ড পর্যন্ত ঘটনাকে উপজীব্য করে নাটকটি রচিত।

ভাসের অভিষেক নাটকটির নায়ক-নায়িকা

রামচন্দ্র ও সীতা দেবী।

ভাসের অভিষেক নাটকটির নামকরণ

বালিবধের পর সুগ্রীবের রাজ্যাভিষেক, রাবণবধের পর বিভীষণের অভিষেক এবং অযোধ্যায় প্রত্যাবর্তনের পর রামের অভিষেক বর্ণিত হওয়ার কারণে নাটকটির এরূপ নামকরণ হয়েছে।

ভাসের অভিষেক নাটকটির বিষয়বস্তু

রামচন্দ্রের দ্বারা বালিবধ ও কিষ্কিন্ধ্যার সিংহাসনে সুগ্রীবের অভিষেকের মাধ্যমে নাটকটির সূত্রপাত। অবশেষে রাবণবধের পর সীতার অগ্নিপরীক্ষা, অযোধ্যার সিংহাসনে রামচন্দ্রের অভিষেকে নাটকটি সমাপ্ত হয়েছে। রামচন্দ্র ও সুগ্রীব – উভয়ের অভিষেক এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় বলে নাটকটির অভিষেক নামকরণ যথার্থ।

ভাসের অভিষেক নাটকে মোট অভিষেক

নাটকে মোট ৩ জনের অভিষেক বর্ণিত – ১) রামচন্দ্র ২) সুগ্রীব ৩) বিভীষণ।

ভাসের অভিষেক নাটকে নাট্যশাস্ত্রের নিয়ম লঙ্ঘন

ভাস রচিত ‘অভিষেক’ নাটকে মঞ্চে ‘বালিবধ’ দেখানো হয়েছে। যা ভরতের নির্দেশিত নাট্যশাস্ত্রের অনুশাসন বিরোধী।

আরোও পড়ুন

ভাসের লেখা অন্যান্য নাটকগুলি হল- প্রতিমা, দূতবাক্য, দূতঘটোৎকচ, কর্ণভার, মধ্যমব্যায়োগ, ঊরুভঙ্গ, পঞ্চরাত্র, বালচরিত, প্রতিজ্ঞাযৌগন্ধরায়ন, স্বপ্নবাসবদত্তা, অবিমারক ও চারুদত্ত

(FAQ) মহাকবি ভাসের লেখা অভিষেক নাটক সম্পর্কে জিজ্ঞাস্য?

১. অভিষেক নাটকটির রচয়িতা কে?

অভিষেক নাটকটি রচয়িতা হলেন- মহাকবি ভাস।

২. অভিষেক নাটকটির নায়ক কে?

অভিষেক নাটকটির নায়ক হলেন- রামচন্দ্র।

৩. অভিষেক নাটকটির নায়িকা কে?

অভিষেক নাটকটির নায়িকা হলেন- সীতা দেবী।

৪. অভিষেক নাটকটি কোন শ্রেণির?

নাটক।

Leave a Comment