সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ঢক্ প্রত্যয়ের নিয়ম, ঢক্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের পদ্ধতি, ঢক্ প্রত্যয়ের উদাহরণ ও ঢক্ প্রত্যয় যোগে এককথায় প্রকাশ দেওয়া হল।
Table of Contents
ঢক্ প্রত্যয় সম্পর্কে আলোচনা
ঢক্ প্রত্যয়ের নিয়ম
১. স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তর অপত্য অর্থে ঢক্ প্রত্যয় হয়।
২. ক্ষুদ্রবাচক শব্দের উত্তর অপত্য অর্থে ঢক্ প্রত্যয় হয়। বিকল্পে ঢ্রক্ প্রত্যয়ও হয়। যেমন-
বাক্য | ঢক্ যোগে | ঢ্রক্ যোগে |
---|---|---|
নাট্যাঃ অপত্যম্ | নাটেয়ঃ | নাটেরঃ |
কুলটায়াঃ অপত্যম্ | কৌলটেয়ঃ | কৌলটেরঃ |
দাস্যাঃ অপত্যম্ | দাসেয়ঃ | দাসেরঃ |
ঢক্ প্রত্যয়ান্ত শব্দ গঠনের পদ্ধতি
১. অপত্য অর্থে স্ত্রীলিঙ্গ শব্দের উত্তর ঢক্ প্রত্যয় হয়।
২. ঢক্ প্রত্যয়ের ঢ থাকে, ক্ লোপ পায়।
৩. ঢক্ প্রত্যয়ের ঢ স্থানে এয় আদেশ হয়।
৪. শব্দের আদিস্বরের ব্যৃদ্ধি হয়। অর্থাৎ,
- অ, আ > আ
- ই, ঈ, এ > ঐ
- উ, ঊ, ও > ঔ
- ঋ, ঋ্ঋ > আর্
- ৯ > আল্
৫. শব্দের শেষে অ বর্ণ ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে লোপ পায়।
৬. প্রত্যয়ের ইৎ অংশ ছাড়া অবশিষ্ট অংশ শব্দের সাথে যুক্ত হয়।
গঙ্গা + ঢক্ > গঙ্গা + ঢ > গঙ্গা + এয় > গাঙ্গা + এয় > গাঙ্গ্ + এয় = গাঙ্গেয়।
ঢক্ প্রত্যয়ান্ত শব্দের উদাহরণ
সুপর্ণা + ঢক্ = সৌপর্ণেয়।
সরমা + ঢক্ = সারমেয়।
কুন্তী + ঢক্ = কৌন্তেয়।
দত্তা + ঢক্ = দাত্তেয়।
অত্রি + ঢক্ = আত্রেয়।
অতিথি + ঢক্ = আতিথেয়।
ইতর + ঢক্ = ঐতরেয়।
কুলটা + ঢক্ = কৌলটেয়।
গোপা + ঢক্ = গৌপেয়।
শক্তি + ঢক্ = শাক্তেয়।
অদিতি + ঢক্ = আদিতেয়।
বিধবা + ঢক্ = বৈধবেয়।