উচ্চ-মাধ্যমিক একাদশ শ্রেণীর বিগত সালের প্রশ্নপত্র (Class Xi Sanskrit Question Paper 2022) উত্তরসহ নিম্নে দেওয়া হল ।
Table of Contents
Class Xi Sanskrit Question Paper 2022
Class | Xi |
Bord | WBCHSE |
Subject | Sanskrit |
Topic | Old Question Paper |
Year | 2022 |
1.সঠিক উত্তরটি নির্বাচন করোঃ1×15=15
গদ্যাংশ
(a) ‘পঞ্চতন্ত্রম্’ -এর রচয়িতা কে?
- (i) নারায়ণ শর্মা
- (ii) হরিশর্মা
- (iii) রাকেশ শর্মা
- (iv) বিষ্ণুশর্মা
উত্তর:- (iv) বিষ্ণুশর্মা
(b) ব্রহ্মরাক্ষসের নাম কী ছিল ?
- (i) সত্যবচন
- (ii) শুষ্ককপোল
- (iii) ক্রূরকর্মা
- (iv) গোপাল
উত্তর:- (i) সত্যবচন
(c) যজমান ব্রাহ্মণকে কী দান করেছিলেন?
- (i) দুটি ছাগল
- (ii) দুটি বাছুর
- (iii) দুটি বলদ
- (iv) দুটি গাভী
উত্তর:- (ii) দুটি বাছুর
(d) চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথনের সময় ব্রাহ্মণ কি অবস্থায় ছিলেন ?
- (i) জাগ্রত
- (ii) ঘুমন্ত
- (iii) চলমান
- (iv) দৌড়ানো
উত্তর:- (ii) ঘুমন্ত
পদ্যাংশ
(e) ‘মেঘদূতম্’ কাব্যটি কোন্ ছন্দে রচিত ?
- (i) অমিত্রাক্ষর
- (ii) মন্দাক্রান্তা
- (iii) আর্যা
- (iv) স্রগ্ধরা
উত্তর:- (ii) মন্দাক্রান্তা
(f) যক্ষপত্নী কোথায় থাকেন?
- (i) রামগিরি
- (ii) অমরাবতী
- (iii) অলকাপুরী
- (iv) মাল্যবান
উত্তর:- (iii) অলকাপুরী
(g) যক্ষ কোন্ ফুল দিয়ে মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল ?
- (i) দ্রোণকুসুম
- (ii) কূটজকুসুম
- (iii) কুন্দকুসুম
- (iv) নবমল্লিকা
উত্তর:- (ii) কূটজকুসুম
(h) যক্ষ কাকে দূত করেছিল ?
- (i) পক্ষি
- (ii) গজ
- (iii) মেঘ
- (iv) বায়ু
উত্তর:- (iii) মেঘ
নাট্যাংশ
(i) শ্রীরামকৃষ্ণের আরাধ্যা দেবী কে?
- (i) ভৈরবী
- (ii) ভবতারিণী
- (iii) ভুবনেশ্বরী
- (iv) সরস্বতী
উত্তর:- (ii) ভবতারিণী
(j) শূন্যস্থান পূরণ করোঃ “গুরুদেবস্য _ মহিমা!”
- (i) অনির্বচনা
- (ii) অনির্বচনিয়া
- (iii) অনির্বচনীয়ম্
- (iv) অনির্বচনীয়ো
উত্তর:- (iv) অনির্বচনীয়ো
(k) শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কাছে কোন্ গান শুনতে চেয়েছিলেন?
- (i) ব্রাহ্মসঙ্গীত
- (ii) রবীন্দ্রসংগীত
- (iii) শ্যামাসঙ্গীত
- (iv) পদাবলী
উত্তর:- (iii) শ্যামাসঙ্গীত
(l) শ্রীরামকৃষ্ণের শরীর থেকে নির্গত হয় –
- (i) সুগন্ধ
- (ii) অমৃত
- (iii) সূর্যরশ্মি
- (iv) জ্যোতির্ধারা
উত্তর:- (iv) জ্যোতির্ধারা
সাহিত্যের ইতিহাস
(m) মহাভারতে মোট কটি পর্ব ?
- (i) সাত
- (ii) তেরো
- (iii) চার
- (iv) আঠারো
উত্তর:- (iv) আঠারো
(n) রামায়ণে মোট কটি কাণ্ড ?
- (i) চার
- (ii) সাত
- (iii) বারো
- (iv) এগারো
উত্তর:- (ii) সাত
(o) হিতোপদেশের রচয়িতা কে ?
- (i) বিষ্ণুশর্মা
- (ii) নারায়ণ শর্মা
- (iii) কালিদাস
- (iv) দণ্ডী
উত্তর:- (ii) নারায়ণ শর্মা
2.পূর্ণবাক্যে উত্তর দাওঃ 1×11=11
গদ্যাংশ (যে কোনো তিনটি)
(a) ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল?
উত্তর:- চোর ও রাক্ষস দুজনেই ‘আমি কাজটি আগে করি’ বলে যখন বিবাদ শুরু করল, তখন তাদের চিৎকারে ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠল।
(b) ব্রহ্মরাক্ষস কী চেয়েছিলেন?
উত্তর:- ব্রহ্মরাক্ষস দ্রোণ নামক ব্রাহ্মণকে ভক্ষণ করতে চেয়েছিল।
(c) চোরের কী ইচ্ছা ছিল?
উত্তর:- চোরের ইচ্ছা ছিল ব্রাহ্মণের গোরু দুটি চুরি করা।
(d) ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় কখন? সে কাকে খাবে বলে নিশ্চিত করেছিল?
উত্তরঃ- ব্রহ্মরাক্ষসের ভোজনের সময় ষষ্ঠপ্রহরে অর্থাৎ দুই রাত্রির পর তৃতীয় রাত্রিতে। ব্রহ্মরাক্ষস ব্রাহ্মণকে খাবে বলে নিশ্চিত করেছিল।
(e) ব্রহ্মরাক্ষসের চেহারা কেমন ছিল?
উত্তর:- ফাঁকা ফাঁকা তীক্ষ্ণ দন্তবিশিষ্ট, উঁচু বাঁশির মতো নাক যুক্ত, চোখের প্রান্তরভাগ রক্তিমবর্ণ, সমগ্র শরীরের শিরা ধমনী গুলি দৃশ্যমান, শুষ্ককপোল, অগ্নির ন্যায় তামাটে কেশ ও দাঁড়ি গুলি।
পদ্যাংশ (যে কোনো তিনটি)
(f) মেঘের বংশের নাম কি ছিল?
উত্তর:- মেঘের বংশের নাম ছিল- পুষ্কর ও আবর্তক।
(g) মেঘদূত কে রচনা করেন?
উত্তর:- মেঘদূত কালিদাস রচনা করেন।
(h) যক্ষকে কেন নির্বাসিত করা হয়েছিল?
উত্তরঃ- কর্তব্যে অবহেলার জন্য যক্ষকে নির্বাসিত করা হয়েছিল।
(i) যক্ষকে কোথায় নির্বাসিত করা হয়েছিল?
উত্তর:- যক্ষকে রামগিরি পর্বতে নির্বাসিত করা হয়েছিল।
(j) ‘ব্যাজহার’ – শব্দের অর্থ কি?
উত্তর:- ‘ব্যাজহার’ – শব্দের অর্থ হল- জানাল।
নাট্যাংশ (যে কোনো তিনটি)
(k) নরেন্দ্রনাথ কো’থায় প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন?
উত্তর:- নরেন্দ্রনাথ কলকাতার সিমুলিয়া অঞ্চলে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ীতে প্রথম শ্রীরামকৃষ্ণের দর্শন পেয়েছিলেন।
(l) ‘ভারতবিবেকম্ – এর প্রথম দৃশ্যের সময় নির্দেশ কর?
উত্তর:- ‘ভারতবিবেকম্’ -এর প্রথম দৃশ্যের সময় হল ১৮৮১ খ্রিস্টাব্দের কোনো একদিনের রাত্রি সপ্তম ঘটিকা।
(m) নরেন্দ্রনাথের বংশ পরিচয় কি?
উত্তর:- কলকাতার সিমুলিয়া অঞ্চলের দত্তবংশে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন।
(n) “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি” – কে বলেছেন?
উত্তর:- “হৃদয়ং মম নিরন্তরং ক্লিশ্নাতি” কথাটি শ্রীরামকৃষ্ণ বলেছেন।
সাহিত্যের ইতিহাস (যে কোনো দুটি)
(o) মহভারতের অপর নাম কী?
উত্তর:- মহভারতের অপর নাম হল ‘শতসাহস্রীসংহিতা’।
(p) রামায়ণের রচয়িতা কে?
উত্তর:- রামায়ণের রচয়িতা রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস (সংক্ষেপে ব্যাসদেব)।
(q) মহাভারতের রচয়িতা কে?
উত্তর:- মহাভারতের রচয়িতা হলেন আদিকবি বাল্মীকি।
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ‘ব্রাহ্মণচৌরপিশাচকথা‘- গল্পটির সারাংশ লেখো।
(b) চোর ও ব্রহ্মরাক্ষসের কথোপকথন সংক্ষেপে লেখ।
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) তোমার পাঠ্যাংশ অবলম্বনে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো ।
(b) মেঘদূতের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা করো।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের সাক্ষাৎকারের বর্ণনা দাও।
(b) পাঠ্যাংশ্যের অন্তর্ভুক্ত যে কোনো একটি গানের বিষয়বস্তু বর্ণনা কর।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ 5×1=5
(a) ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো ।
(b) সংস্কৃত সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা কর।
7. ভাবসম্প্রসারণ করোঃ (যে কোনো একটি) 4×1=4
(a) যাচ্ঞা মোঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা।
(b) শত্রবোহপি হিতায়ৈব বিবদন্তঃ পরস্পরম্।
ব্যাকরণ ও অনুবাদ
8. সন্ধি করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অমী + অশ্বাঃ
উত্তর:- অমী অশ্বাঃ (সন্ধি নিষেধ)।
(b) পিতৃ + আদেশঃ
উত্তর:- পিত্রাদেশঃ।
(c) যদি অপি
উত্তর:- যদ্যপি।
(d) নৈ + অকঃ
উত্তর:- নায়কঃ।
9. সন্ধিবিচ্ছেদ করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) সংস্কৃতঃ
উত্তর:- সম্ + কৃতঃ।
(b) স্বাগতম্
উত্তর:- সু + আগতম্।
(c) গঙ্গোদকম্
উত্তর:- গঙ্গা + উদকম্।
(d) প্রেজতে
উত্তর:- প্র + এজতে।
10. শব্দরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) হরি সম্বোধন একবচনম্
উত্তর:- হরে।
(b) লতা পঞ্চমী একবচনম্
উত্তর:- লতায়াঃ।
(c) যুষ্মদ্ সপ্তমী বহুবচনম্
উত্তর:- যুষ্মাসু।
(d) ফল সপ্তমী একবচনম্
উত্তর:- ফলে।
11. ধাতুরূপ লেখোঃ (যে কোনো তিনটি) 1×3=3
(a) √গম্ + লৃট্ উত্তমপুরুষ একবচনম্ ।
উত্তর:- গমিষ্যামি।
(b) √ভূ + লোট্ প্রথমপুরুষঃ দ্বিবচনম্ ।
উত্তর:- ভবতাম্।
(c) √স্থা + লট্ প্রথমপুরুষ বহুবচনম্ ।
উত্তর:- তিষ্ঠন্তি।
(d) √সেব্ + লোট্ উত্তমপুরুষঃ বহুবচনম্ ।
উত্তর:- সেবামহৈ।
12. পরিনিষ্ঠিতরূপ লেখোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) কৃ + তব্য ।
উত্তর:- কর্তব্য।
(b) সহ + তুমুন্ ।
উত্তর:- সহিতুম্
(c) হন্ + শতৃ ।
উত্তর:- ঘ্নৎ।
(d) প্র-আপ্ + ল্যপ্ ।
উত্তর:- প্রাপ্য।
(e) বৃৎ + শানচ্ ।
উত্তর:- বর্তমান।
13. প্রদত্ত পদ দ্বারা বাক্যরচনা করোঃ (যে কোনো দুটি) 1×2=2
(a) অলম্ ।
উত্তর:- অলম্ (নিষেধ অর্থে) বিবাদেন অলম্।
(b) সহ
উত্তরঃ- সহ (সঙ্গে) মাত্রা সহ পুত্ৰঃ গচ্ছতি।
(c) অন্তরেণ ।
উত্তর:- অন্তরেণ (ছাড়া) শ্রমম্ অন্তরেণ বিদ্যা ন ভবতি।
14. রেখাঙ্কিত পদের কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করোঃ (যে কোনো চারটি) 1×4=4
(a) ছাত্রেণ পুস্তকং পঠ্যতে ।
উত্তর:- উক্তকর্মে প্রথমা বিভক্তি।
(b) পিত্রা সহ পুত্রঃ গচ্ছতি ।
উত্তরঃ- সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি
(c) গ্রামায় গচ্ছতি কৃষকঃ।
উত্তরঃ- চেষ্টা বোঝাতে গমনার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক -এ চতুর্থী বিভক্তি
(d) ভয়াৎ বালিকা কম্পতে
উত্তরঃ- হেতু অর্থে পঞ্চমী বিভক্তি
(e) পর্বতেষু হিমালয়: উন্নত:
উত্তর:- নির্ধারণে সপ্তমী।
15. নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে সংস্কৃত ভাষায় নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
আসীৎ বারাণস্যাং কর্পূরপটঃ নাম রজকঃ। স চ একদা নির্ভরং প্রসুপ্তঃ । তদনন্তরং তস্য দ্রব্যাণি হর্তুং তদ্গৃহং চৌরঃ প্রবিষ্টঃ। তস্য প্রাঙ্গণে গর্দভঃ বদ্ধঃ তিষ্ঠতি, কুক্কুরঃ চ উপবিষ্টঃ। তং চৌরম্ অবলোক্য গর্দভঃ শ্বানম্ আহ- ভবতঃ অয়ং ব্যাপারঃ, তৎ কিমিতি ত্বম্ উচ্চৈঃ শব্দং কৃত্বা স্বামিনং ন জাগরয়সি? [হিতোপদেশ]
(a) কিমাসীৎ রজকস্য নাম?
উত্তর:- রজকস্য নাম কর্পূরপটঃ আসীৎ।
(b) রজকস্য গৃহং ক: কথং প্রবিষ্ট:?
উত্তর:- কশ্চিৎ চৌরঃ রজকস্য দ্রব্যাণি হর্তুং তস্য গৃহং প্রবিষ্টঃ।
(c) চৌরং দৃষ্ট্বা গর্দভ: কুক্কুরং কিমাহ?
উত্তর:- গর্দভঃ চৌরং দৃষ্ট্বা কুক্কুরমাহ যদ্ অসৌ কুক্কুরস্য ব্যাপারঃ, তৎ উচ্চৈঃ শব্দং কৃত্বা সঃ কথং স্বামিনং ন জাগরয়তীতি।
(d) রজকস্য প্রাঙ্গণে কস্তিষ্ঠতি, কশ্চোপবিষ্ট:?
উত্তর:- রজকস্য প্রাঙ্গণে গর্দভো বদ্ধস্তিষ্ঠতি, কুক্কুরশ্চোপবিষ্টঃ।
16. বাংলা ইংরেজি হিন্দীতে অনুবাদ করোঃ (যে কোনো একটি) 5
(a) অস্মিন্ স্থানে বিষ্ণুশর্মা নাম একঃ বিপ্রঃ বর্ততে। সঃ সকল-শাস্ত্র-পারঙ্গমঃ, ছাত্রঃ সভায়াং চ লব্ধকীর্তিঃ। তস্মৈ রাজপুত্রান্ শিক্ষার্থং যচ্ছতু। সঃ নূনং শীঘ্রম্ এতান্ প্রবুদ্ধান্ করিষ্যতি।
উত্তর:- এই স্থানে বিষ্ণু শর্মা নামে এক ব্রাহ্মণ থাকেন। তিনি সমস্ত শাস্ত্রে পারদর্শী এবং ছাত্র সমাবেশে খ্যাতি অর্জন করেছেন। সেখানে রাজকুমারগণ পড়তে যেত। তিনি নিশ্চয়ই শীঘ্রই তাদের বিদ্যমান করে তুলবেন।
(b) তত্র অর্ধং দেবেভ্যঃ ব্রাহ্মণেভ্যশ্চ সংপ্রদত্তম্। অপরার্ধার্ধং চ দুঃস্থেভ্যঃ। অবশিষ্টং ভোজ্যব্যয়ে বিলাসব্যয়ে চ ব্যয়িতম্। এতৎ সর্বং নিত্যং কৃত্যং রাজদ্বারম্ অহর্নিশং খড়্গপাণিঃ সেবতে।
উত্তর:- সেখানে অর্ধেক দেবতা ও ব্রাহ্মণদের দেওয়া হয়েছিল এবং বাকি অর্ধেক দরিদ্রদের জন্য। বাকিটা খরচ হয় খাবারে এবং বিলাসিতা ব্যয়ে ব্যয় করা হয়। এই সমস্ত প্রাত্যহিক আচার-অনুষ্ঠান দিনরাত রাজকীয় ফটকে হাতে তলোয়ার নিয়ে পরিবেশন করা হয়।