সংস্কৃত সম্প্রদান কারক – চতুর্থী বিভক্তির সকল নিয়ম সহজ – সরল এবং আধুনিক পদ্ধতিতে উদাহরণ সহযোগে বিস্তারিতভাবে আলোচনা করা হল ।
Table of Contents
সম্প্রদান কারক – চতুর্থী বিভক্তি
সংস্কৃত সম্প্রদান কারক – চতুর্থী বিভক্তির নিয়মগুলি সহজভাবে বাংলায় তুলে ধরা হল । এগুলি তোমরা ভালোভাবে তৈরী করলে যে কোনো কারক – বিভক্তি অনায়াসেই করতে পারবে ।
দানার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
দানার্থক ধাতুর প্রয়োগে কর্তা যার সাথে সম্বন্ধ বা সম্পর্ক যুক্ত করতে ইচ্ছা করেণ, অর্থাৎ কর্তা যাকে দান করেন সে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণ – রাজা দরিদ্রায় বস্ত্রং দদাতি ।
ক্রিয়াযোগে বা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
কর্তা যার উদ্দেশ্যে কোনো ক্রিয়া নিবেদন করেন সে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় । একে ক্রিয়াযোগে চতুর্থী বলা হয় ।
উদাহরণ – অহং শিবায় প্রণামং করোমি ।
স্পৃহ্ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
স্পৃহ্ ধাতুর প্রয়োগে কর্তার ঈপ্সিত বস্তু সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণ – বালিকা পুষ্পেভ্যঃ স্পৃহয়তি ।
রুচ্যর্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
রুচ্যর্থক ধাতুর প্রয়োগে যার রুচি হয় সে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণ – শিশবে মোদকং রোচতে ।
ধারি ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
ধারি ধাতুর প্রয়োগে যার কাছ থেকে ধার নেওয়া হয়, সে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। সূত্র- ধারেরুত্তমর্ণঃ (১।৪।৩৫)
উদাহরণ – অহং শিবায় শতং ধারয়ামি
ক্রধ্, দ্রুহ্ ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
ক্রধ্, দ্রুহ্ ধাতুর প্রয়োগে যার প্রতি রাগ ইত্যাদি প্রকাশ পায়, সে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণ – প্রভুঃ ভৃত্যায় ক্রধ্যতি ।
চতুর্থী বিভক্তি
তাদর্থ্যে চতুর্থী বিভক্তি
যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় এবং যার জন্য কোনো বস্তু নির্দিষ্ট হয় তাতে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণ – মশকায় ধূমঃ । দানায় ধনম্ ।
তুমর্থে চতুর্থী বিভক্তি
ভাববাচ্যে যেসব প্রত্যয় হয় তা যদি তুমুন্ প্রত্যয়ান্ত পদের পরিবর্তে হয়, তাহলে ভাববাচক বিশেষ পদের উত্তর চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণঃ- বধূঃ পাকায় গচ্ছতি ।
তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়া লোপে কর্মে চতুর্থী বিভক্তি
তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়ার্থ ক্রিয়া (কাজ সম্পাদনের প্রধান ক্রিয়া) বাক্যে ঊহ্য থাকলে, সেই তুমুন্ প্রত্যয়ান্ত ক্রিয়ার কর্মে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণঃ- বালিকা পুষ্পেভ্যঃ গচ্ছতি ।
নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, বষট্ শব্দযোগে চতুর্থী বিভক্তি
নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা, বষট্ শব্দযোগে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণঃ- শিবায় নমঃ ।
হিত ও সুখ শব্দযোগে চতুর্থী বিভক্তি
হিত ও সুখ শব্দের যোগে যার হিত কামনা করা হয়, তাতে চতুর্থী বিভক্তি হয় ।
উদাহরণঃ- ছাত্রায় হিতম্ ।
আপনি যদি সম্প্রদান কারক ছাড়া অন্য করক বিভক্তি গুলি দেখতে চান তা হলে নিম্নে লিংক গুলিতে ক্লিক করুণ
- কর্তৃ কারক ও প্রথমা বিভক্তি
- কর্ম কারক ও দ্বিতীয়া বিভক্তি
- করণ কারক ও তৃতীয়া বিভক্তি
- অপাদান কারক ও চতুর্থী বিভক্তি
- অধিকরণ কারক ও সপ্তমী বিভক্তি
- ষষ্ঠী বিভক্তি