সংস্কৃত শব্দরূপ সুধী – পুংলিঙ্গ শব্দ

ঈ – কারান্ত পুংলিঙ্গ সংস্কৃত শব্দরূপ – ‘সুধী’। এর অর্থ হল – জ্ঞানী ব্যক্তি। নিম্নে শব্দরূপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

সংস্কৃত শব্দরূপ সুধী

সংস্কৃত সকল শিক্ষার্থীদের উদ্দ্যেশে (বিশেষত সপ্তম, অষ্টম, একাদশ শ্রেণীর জন্য) এই শব্দরূপটি দেওয়া হল।

সুধী শব্দরূপ (বাংলা অক্ষরে)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
প্রথমাসুধীঃসুধিয়ৌসুধিয়ঃ
দ্বিতীয়াসুধিয়ম্সুধিয়ৌসুধিয়ঃ
তৃতীয়াসুধিয়াসুধীভ্যাম্সুধীভিঃ
চতুর্থীসুধিয়েসুধীভ্যাম্সুধীভ্যঃ
পঞ্চমীসুধিয়ঃসুধীভ্যাম্সুধীভ্যঃ
ষষ্ঠীসুধিয়ঃসুধিয়োঃসুধিয়াম্
সপ্তমীসুধিয়িসুধিয়োঃসুধীষু
সম্বোধনসুধীঃসুধিয়ৌসুধিয়ঃ

সুধী শব্দরূপের বিশেষ বৈশিষ্ট্য

১. ‘সুধী’ শব্দের পর ‘য়’ থাকলে সুধী শব্দের বানান ই – কার হয় (সুধি), অন্যত্র ঈ – কার হয়।

২. ‘সুধী’ শব্দের ষষ্ঠীর বহুবচনে ‘য়াম্’ হয়, কিন্তু অন্যান্য শব্দরূপের ক্ষেত্রে ‘নাম্’ হয়।

সংস্কৃত শব্দরূপ ‘সুধী’ থেকে সঠিক শব্দরূপ নির্ণয়

১. সুধী in ষষ্ঠী বহুবচন।

উঃ- সুধিয়াম্।

২. সুধী in তৃতীয়া বহুবচন।

উঃ- সুধীভিঃ।

সংস্কৃত ভাষায় অনুবাদ

১. জ্ঞানী ব্যক্তিরা গিয়েছিলেন।

উঃ- সুধিয়ঃ অগচ্ছন্।

সুধী শব্দরূপ (দেবনাগরী লিপিতে)

विभक्तिएकवचनद्विवचनवहुवचन
प्रथमासुधी:सुधियौसुधिय:
द्वितीयासुधियम्सुधियौसुधिय:
तृतीयासुधियासुधीभ्याम्सुधीभि:
चतुर्थीसुधियेसुधीभ्याम्सुधीभ्य:
पञ्चमीसुधिय:सुधीभ्याम्सुधीभ्य:
षष्ठीसुधिय:सुधियो:सुधियाम्
सप्तमीसुधियिसुधियो:सुधीषु
सम्वोधनसुधी:सुधियौसुधिय:
শব্দবাংলা অর্থপ্রকার
নরমানুষঅ-কারান্ত
নির্জরভগবান্, ঈশ্বরঅ-কারান্ত
পাদপাঅ-কারান্ত
হাহাএকজন গন্ধর্বের নামআ-কারান্ত
বিশ্বপাবিশ্বের পালন কর্তাআ-কারান্ত
মুনিমুনিই-কারান্ত
পতিস্বামীই-কারান্ত
সখিপুরুষ বন্ধুই-কারান্ত
সেনানীসেনাঈ-কারান্ত
সাধুসজ্জন ব্যক্তিউ-কারান্ত
প্রতিভূজামিনদার, জমানতঊ-কারান্ত
পিতৃবাবাঋ-কারান্ত
নৃমানুষঋ-কারান্ত
দাতৃদাতাঋ-কারান্ত
রৈসম্পদঐ-কারান্ত
গোগাভীও-কারান্ত
গ্লৌচন্দ্র, কর্পূরঔ-কারান্ত
স্বরান্ত পুংলিঙ্গ শব্দরূপের তালিকা

সংস্কৃত শব্দরূপ

Leave a Comment