গঙ্গাস্তোত্রম্ হতে MCQ প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর পদ্যাংশ গঙ্গাস্তোত্রম্ হতে MCQ অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্ধারিত সিলেবাস অবলম্বনে।

শ্রীগঙ্গাস্তোত্রম্ হতে MCQ প্রশ্ন উত্তর

পদ্যাংশগঙ্গাস্তোত্রম্
শ্রেণীদ্বাদশ
রচয়িতাশঙ্করাচার্য্য
ধরণMCQ প্রশ্ন উত্তর
পূর্ণমান

শ্রীগঙ্গাস্তোত্রম্ পদ্যাংশের পূর্বপাঠ থেকে MCQ প্রশ্ন উত্তর

১ ‘শ্রীগঙ্গাস্তোত্রম্’ এর রচয়িতা কে?

(ক) কৃষ্ণমাচার্য্য

(খ) শঙ্করাচার্য্য

(গ) গোবিন্দকৃষ্ণ মোদক

(ঘ) মাধবাচার্য্য উত্তর

উত্তর:- (খ) শঙ্করাচার্য্য।

২. শঙ্করাচার্য্যের পিতার নাম-

(ক) দেবধর

(খ) সিংহাদিত্য

(গ) শিবগুরু

(ঘ) মহাদেব

(গ) শিবগুরু।

৩. শঙ্করাচার্যের মাতা হলেন-

(ক) আর্যাম্মা

(খ) ভদ্রা

(গ) শিবতারকা

(ঘ) সবকটি

উত্তর (খ)

৪. শঙ্করাচার্যের বাসস্থান-

(ক) কেরলরাজ্যে

(খ) মধ্যপ্রদেশে

(গ) উত্তরপ্রদেশে

(ঘ) কর্ণাটকে

উত্তর- (ক)

৫. শঙ্করাচার্য্যের দার্শনিক জাতীয় রচনা হল-

(ক) ভাষ্য

(খ) প্রকরণ গ্রন্থ

(গ) স্তোত্র

(ঘ) কোনটিই নয়

(খ) প্রকরণ গ্রন্থ

৬. শ্রীশঙ্করাচার্য্য যে মতের দার্শনিক ছিলেন সেটি হল-

(ক) বৈশেষিক দর্শন

(খ) দ্বৈত বেদান্ত

(গ) অদ্বৈত বেদান্ত

(ঘ) ন্যায় দর্শন

(গ) অদ্বৈত বেদান্ত

৭. ‘শ্রীগঙ্গাস্তোত্রম’ কোন ছন্দে রচিত?

(ক) বসন্ততিলক

(খ) ইন্দ্রবস্তুা

(গ) শালিনী

(ঘ) পজ্ঝটীকা

(ঘ) পজ্ঝটীকা।

৮. ‘শ্রীগঙ্গাস্তোত্রম্’ এর মোট শ্লোকসংখ্যা-

(ক) ১০টি

(খ) ১২টি

(গ) ১৪টি

(ঘ) ২৪টি

(গ) ১৪টি।

৯. ‘গঙ্গাস্তোত্রম্’ পাঠ্যাংশে কয়টি স্তোত্র আছে?

(ক) আটটি

(খ) দশটি

(গ) বারোটি

(ঘ) পনেরোটি

(খ) দশটি

১০. গঙ্গাস্তোত্রম্ কোন শ্রেণির রচনা?

(ক) ভাষ্য

(খ) শ্লোক

(গ) মুক্ত

(ঘ) স্তোত্র

(ঘ) স্তোত্র।

শ্রীগঙ্গাস্তোত্রম্ পদ্যাংশের প্রথম স্তোত্র থেকে MCQ প্রশ্ন উত্তর

১১. ‘স্তোত্র’ কথাটির অর্থ কী?

(ক) স্তব

(খ) ভক্তি

(গ) মন্ত্র

(ঘ) ভজন

(ক) স্তব।

১২ . ‘শঙ্করমৌলিবিহারিণি’ কথার অর্থ-

(ক) শঙ্করের মস্তকে খেলা করা

(খ) শঙ্করের মস্তকে বিচরণ করা

(গ) শঙ্করের মস্তকে নৃত্য করা

(ঘ) শঙ্করের মস্তকে গীত করা

(খ) শঙ্করের মস্তকে বিচরণ করা।

১৩. ‘শঙ্করমৌলি’ এখানে ‘মৌলি’ শব্দের অর্থ-

(ক) মস্তক

(খ) ত্রিশূল

(গ) চন্দ্র

(ঘ) পুষ্প

(ক) মস্তক।

১৪. ‘শঙ্করমৌলিবিহারিণি’ পদটি কোন বিভক্তিতে আছে?

(ক) সপ্তমী

(খ) দ্বিতীয়া

(গ) সম্বোধন

(ঘ) প্রথমা

(গ) সম্বোধন।

১৫. দেবী গঙ্গা কার মস্তকে বিহার করেন?

(ক) ব্রহ্মার

(খ) পশুপতির

(গ) শ্রীবিষ্ণুর

(ঘ) কোনোটিই নয়

(খ) পশুপতির

১৬. গঙ্গা কোন দেবতার জটাজালে বিহার করেন?

(ক) কৃষ্ণের

(খ) বিষ্ণুর

(গ) ব্রহ্মার

(ঘ) মহাদেবের

(ঘ) মহাদেবের

১৭ . সুরেশ্বরি বলতে বোঝায়-

(ক) সুর

(খ) সুর আছে যার

(গ) দেবতাদের ঈশ্বরী

(ঘ) অসুরদের ঈশ্বরী

(গ) দেবতাদের ঈশ্বরী।

১৮. ‘সুরেশ্বরি’ বলে গঙ্গাস্তোত্রম্-এ কাকে সম্বোধন করা হয়েছে?

(ক) পদ্মকে

(খ) গঙ্গাকে

(গ) যমুনাকে

(ঘ) সরস্বতীকে

(খ) গঙ্গাকে।

১৯. ‘মম মতিরাস্তাং’ ‘মম’ বলতে বোঝায়-

(ক) শঙ্করাচার্যকে

(খ) জহ্নুকে

(গ) ভগীরথকে

(ঘ) গঙ্গাকে

(ক) শঙ্করাচার্যকে।

২০. ‘মতিরাস্তাম’ পদটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-

(ক) মতি + রাস্তাম্

খ) মতির + আস্তাম্

(গ) মতিঃ + তাম্

(ঘ) মতিঃ + আস্তাম্

(ঘ) মতিঃ + আস্তাম্।

২১ ‘সুরেশ্বরি’ পদটিতে কোন সমাস হয়েছে?

(ক) বহুব্রীহি

(খ) কর্মধারয়

(গ) তৎপুরুষ

(ঘ) দ্বিগু

(গ) তৎপুরুষ।

২২. ‘সুর’ শব্দটির অর্থ কী?

(ক) দেবতা

(খ) জল

(গ) পৃথিবী

(ঘ) বৃহস্পতি

(ক) দেবতা।

২৩ ‘মতিরাস্তাম্ তব পদকমলে’ কোন মতির কথা বলা হয়েছে?

(ক) শ্রীমতী

(খ) সুমতি

(গ) বুদ্ধি

(ঘ) মালা

(খ) সুমতি।

২৪. ‘ভাগীরথি’ কে?

(ক) ভগীরথের মাতা

(খ) ভগীরথের পত্নী

(গ) ভগীরথের কন্যা

(ঘ) গঙ্গা

(ঘ) গঙ্গা।

২৫. গঙ্গার জলমহিমা কোথায় খ্যাত?

(ক) কাশীতে

(খ) নিগমে

(গ) ভারতে

(ঘ) বাংলাদেশে

(খ) নিগমে।

২৬. ‘জলমহিমা নিগমে খ্যাতঃ’ নিগম শব্দের অর্থ কী?

(ক) বেদ

(খ) পুরাণ

(গ) স্মৃতিশাস্ত্র

(ঘ) নরক

(ক) বেদ।

২৭. ‘পাহি কৃপাময়ি মামজ্ঞানম্’ এখানে থাকা ‘অজ্ঞানম্’ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী?

(ক) শঠম্

(খ) মোহম্

(গ) মূর্খম্

(ঘ) মোক্ষম্

উত্তর

(খ)

২৮. ‘জলমহিমা’ পদটিতে কোন সমাস হয়েছে?

(ক) উপপদ তৎপুরুষ

(খ) ষষ্ঠী তৎপুরুষ

(গ) ষষ্ঠীবাচক বহুব্রীহি

(ঘ) উপরের কোনটি নয়

উত্তর

(খ)

২৯. ‘বিধু’ কথার অর্থ –

(ক) বরফ

(খ) চন্দ্র

(গ) মুক্তা

(ঘ) তরঙ্গ

উত্তর

(খ)

৩০. গঙ্গার উৎপত্তি কোথায়?

(

ক) শিবের জটা (খ) হিমবাহ (গ) গোমুখ (ঘ) হরিপাদপদ্ম কবি গঙ্গাকে কার পাদপদ্মতরঙ্গিনী বলে অভিহিত করেছেন?

উত্তর

(ঘ)

৩১

(ক) মহাদেবের (খ) হরির (গ) হরের (ঘ) বিষ্ণুর

উত্তর (খ)

৩২. গঙ্গার তরঙ্গের ধবলতার সাথে কোন বস্তুটির তুলনা করা হয়েছে?

(ক) স্ফটিক (খ) হংস (গ) দুগ্ধ

(ঘ) মুক্তো

উত্তর (ঘ)

৩৩. কে পরমপদ লাভ করে?

(ক) যে গঙ্গার জল পান করে

(খ) যে গঙ্গার জলে স্নান করে

(গ) যে গঙ্গার জল স্পর্শ করে

(ঘ) যে গঙ্গার জলে খেলা করে

উত্তর (ক)

৩৪. গঙ্গার ভক্তকে দেখতে অসমর্থ-

(ক) ব্রহ্মা

(খ) বিষ্ণু

(গ) শিব

(ঘ) যম

উত্তর (ঘ)

৩৫. দেবী গঙ্গার ভক্তকে কে স্পর্শ করতে পারেনা?

(ক) কেতু (খ) যম (গ) ইন্দ্র (ঘ) রাহু

৩৬. নিশ্চিতরূপে যমরাজ দেখতে অসমর্থ-

উত্তর (খ)

(ক) গঙ্গাস্নানকারীকে

(খ) গঙ্গার ভক্তকে

(গ) পূজারিকে

(ঘ) প্রাণীকে

উত্তর (খ)

৩৭. জাহ্নবী কার অপর নাম?

(ক) জহ্নুর (

খ) লক্ষ্মীর

(গ) সরস্বতী

(ঘ) গঙ্গার

উত্তর (ঘ)

৩৮. গঙ্গার অপর নাম কী?

৩৯. ‘মুনিবরকন্যে’- এখানে ‘মুনিবর’ কে?

(ক) জানকী

(খ) জাতকী

(গ) জাহ্নবী

(ঘ) জাতবেদা

(গ) জাহ্নবী।

(ক) কণ্বমুনি

(খ) বিশ্বামিত্রমুনি

(গ) জহ্নুমুনি

(ঘ) বশিষ্ঠমুনি

উত্তর (গ)

৪০. গঙ্গা কার জননী?

(ক) জহ্নুর

(খ) ভগীরথের

(গ) ভীষ্মের

(ঘ) শান্তনুর

উত্তর (গ)

৪১. কল্পলতা কাকে বলা হয়েছে?

[H.S. 17]

(ক) কামধেনু

(খ) গঙ্গা

(গ) সুরভি

(ঘ) কোনটিই নয়

উত্তর (খ)

৪২. গঙ্গার পিতৃদেব হলেন?

(ক) বশিষ্ঠ

(খ) বিশ্বামিত্র

(গ) কণ্ঠ

(ঘ) জহ্নু

উত্তর (ঘ)

৪৩. ‘খণ্ডিতগিরিবরমণ্ডিতভঙ্গে’ এখানে গিরিবর হলেন

(ক) শিব

(খ) ত্রিকূট

(গ) বিন্ধ্য

(ঘ) হিমালয়

উত্তর (ঘ)

৪৪. ‘পারাবার’ কথার অর্থ-

(ক) নদী

(খ) মেঘ

(গ) সমুদ্র

(ঘ) জটা

উত্তর (গ)

৪৫. গঙ্গাকে কটাক্ষে দেখেন-

(ক) দেববধূগণ (খ) কুলবধূগণ (গ) রাজবধূগণ (ঘ) রাক্ষসবধূগণ

উত্তর (ক)

৪৬. ‘তব কৃপয়া’

কার কৃপায়?

[H.S. 16]

(ক) শিবের (খ) বিষ্ণুর (গ) ইন্দ্রের (ঘ) এদের কারোরই নয়

উত্তর (ঘ)

৪৭. পৃথিবীর কল্পলতা কে?

(ক) গঙ্গা (খ) দেবী (গ) সুরভি (ঘ) বৃক্ষবিশেষ

উত্তর (ক)

৪৮. পুর্ণজন্ম না হওয়ার কারণ হল-

(ক) গঙ্গার জল পান করা

(খ) গঙ্গাকে প্রণাম করা

(গ) গঙ্গায় স্নান করা

(ঘ) গঙ্গাতীরে বাস করা

৪৯. ‘ইন্দ্রমুকুটমণিরাজিতচরণে’ কার সম্পর্কে বলা হয়েছে-

উত্তর (গ)

(ক) বিষ্ণু (খ) গঙ্গা (গ) লক্ষ্মী (ঘ) বরুণ

৫০. ‘কুমতিকলাপম্’ কথার অর্থ-

উত্তর (খ)

৫১. ‘কুমতিকলাপম’ কলাপ শব্দের অর্থ কী?

(ক) ময়ূরপুচ্ছ (খ) সুনাম (গ) কলঙ্ক (ঘ) দুঃখ

উত্তর (গ)

৫২. বসুধার হারস্বরূপ কে? (ক) প্রলাপ (খ) সমূহ (গ) অপলাপ (ঘ) বুদ্ধি

উত্তর (খ)

৫৩. ‘তুমসি গতির্মম’ এখানে একমাত্র গতি কে?

(ক) পদ্মা (খ) কাবেরী (গ) গঙ্গা (ঘ) হিমালয়

উত্তর (গ)

(ক) হরি (খ) শঙ্করাচার্য (গ) গঙ্গা (ঘ) শংকর

উত্তর (গ)

৫৪ ‘তুমসি গতির্মম’ – ‘তুম’ পদে কাকে বোঝানো হয়েছে?

(ক) কৃষ্ণ

(খ) বিষ্ণু

(গ) গঙ্গা

(ঘ) যমুনা

(গ) গঙ্গা

৫৫. কবি রোগ-শোক-তাপ-পাপ এবং সমস্ত দুর্মতি হরণের জন্য দেবী গঙ্গার কোন রূপের কাছে প্রার্থনা করেছেন?

(ক) ভগবতী

(খ) জাহ্নবী

(গ) অলকানন্দা

(ঘ) ভাগীরথী

(ক) ভগবতী

৫৬. দেবী গঙ্গা কার কণ্ঠের মালা রূপে বিরাজমান?

(ক) বসুধার

(খ) শিবের

(গ) হিমালয়ের

(ঘ) কল্পলতার

(ক) বসুধার

৫৭. শোকগ্রস্ত না হওয়ার কারণ-

(ক) গঙ্গার জল পান করা

(খ) গঙ্গাতীরে বাস করা

(গ) গঙ্গাকে প্রণাম করা

(ঘ) গঙ্গায় স্নান করা

(গ) গঙ্গাকে প্রণাম করা

৫৮. ‘বৈকুণ্ঠে তস্য নিবাসঃ’- তস্য বলতে –

(ক) গঙ্গাতীরে বসবাসকারী ব্যক্তিদের

(খ) ইন্দ্রের

(গ) শিবের

(ক) গঙ্গাতীরে বসবাসকারী ব্যক্তিদের

৫৯. গঙ্গার তীরভূমি কোন স্থানের সমতুল্য?

(ক) হিমালয়

(খ) কৈলাশ

(গ) বৈকুণ্ঠ

(ঘ) ইন্দ্রপুরী

(গ) বৈকুণ্ঠ।

৬০. গঙ্গাকে প্রণাম করেন –

(ক) সূর্য

(খ) চন্দ্র

(গ) ইন্দ্র

(ঘ) জহ্নু

(গ) ইন্দ্র।

৬১. অলকানন্দা কাকে বলা হয়েছে?

(ক) গঙ্গা

(খ) অলকাপুরী

(গ) স্বর্গলোক

(ঘ) পাতাল

(ক) গঙ্গা।

আরোও পড়ুন

  • আর্যাবর্তবর্ণনম্ হতে MCQ প্রশ্ন উত্তর
  • বনগতাগুহা হতে MCQ প্রশ্ন উত্তর
  • শ্রীমদ্ভাগবদ্গীতা হতে MCQ প্রশ্ন উত্তর
  • বাসন্তিকস্বপ্নম্ হতে MCQ প্রশ্ন উত্তর

5 thoughts on “গঙ্গাস্তোত্রম্ হতে MCQ প্রশ্ন উত্তর”

Leave a Comment